রামগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা, সাংবাদিক লাঞ্ছিত
লক্ষ্মীপুর প্রতিনিধি | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ওরফে মিয়া আলমগীরের ওপর ছাত্রলীগের একদল নেতাকর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের নুর প্লাজার সামনে ঘটনার ছবি তুলতে গেলে দৈনিক ভোরের কাগজের রামগঞ্জ প্রতিনিধিকেও লাঞ্ছিত করেছে তারা। তবে হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে উপজেলা ছাত্রলীগ।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ৩টায় রামগঞ্জ শহরের নুর প্লাজা চত্বরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহম্মেদের উপস্থিতিতে উপজেলা ছাত্রলীগ পথসভার আয়োজন করে। পথসভা চলাকালীন রামগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন (মিয়া আলমগীর) মোটরসাইকেলে করে পাশ দিয়ে যাওয়ার সময় পথসভা থেকে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তার পথ আটকে তাকে মারধর করে।
হামলার খবর পেয়ে দৈনিক ভোরের কাগজ রামগঞ্জ উপজেলা প্রতিনিধি পাটওয়ারী হোসেন শরীফ মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করলে হামলাকারীরা তাকেও লাঞ্ছিত করে। তারা আলমগীরের মোটরসাইকেল ভাঙচুর করে সেটি নিয়ে যায়।
পৌর বিএনপির সদস্য সচিব মিয়া আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘আমাকে তারা রাস্তায় দেখামাত্র এলোপাতাড়ি মারধর করতে থাকে। আমি দৌড়ে একটি মোবাইল ফোনের দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকেও আমাকে মারধর করে। আমার মোবাইল ফোন ও মোটরবাইক নিয়ে গেছে তারা।’
শেয়ার করুন
লক্ষ্মীপুর প্রতিনিধি | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ওরফে মিয়া আলমগীরের ওপর ছাত্রলীগের একদল নেতাকর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের নুর প্লাজার সামনে ঘটনার ছবি তুলতে গেলে দৈনিক ভোরের কাগজের রামগঞ্জ প্রতিনিধিকেও লাঞ্ছিত করেছে তারা। তবে হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে উপজেলা ছাত্রলীগ।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ৩টায় রামগঞ্জ শহরের নুর প্লাজা চত্বরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহম্মেদের উপস্থিতিতে উপজেলা ছাত্রলীগ পথসভার আয়োজন করে। পথসভা চলাকালীন রামগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন (মিয়া আলমগীর) মোটরসাইকেলে করে পাশ দিয়ে যাওয়ার সময় পথসভা থেকে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তার পথ আটকে তাকে মারধর করে।
হামলার খবর পেয়ে দৈনিক ভোরের কাগজ রামগঞ্জ উপজেলা প্রতিনিধি পাটওয়ারী হোসেন শরীফ মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করলে হামলাকারীরা তাকেও লাঞ্ছিত করে। তারা আলমগীরের মোটরসাইকেল ভাঙচুর করে সেটি নিয়ে যায়।
পৌর বিএনপির সদস্য সচিব মিয়া আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘আমাকে তারা রাস্তায় দেখামাত্র এলোপাতাড়ি মারধর করতে থাকে। আমি দৌড়ে একটি মোবাইল ফোনের দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকেও আমাকে মারধর করে। আমার মোবাইল ফোন ও মোটরবাইক নিয়ে গেছে তারা।’