নানা আয়োজনে হিলি মুক্ত দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধি | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নানা আয়োজনের মধ্য দিয়ে ১১ ডিসেম্বর পালিত হয়েছে দিনাজপুরের হিলি মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হিলি শত্রুমুক্ত হয়।
দিবসটি উপলক্ষে গতকাল সকালে হিলি সীমান্তের তল্লাশি চৌকিসংলগ্ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় চত্বর থেকে একটি বিজয় র্যালি বের হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুহাড়াপাড়ার সম্মুখসমর চত্বরে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান, সরকারি-বেসরকারি কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সম্মুখসমরের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
হিলি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে মুক্ত দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রাফিউল আলম, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন প্রমুখ।
শেয়ার করুন
দিনাজপুর প্রতিনিধি | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নানা আয়োজনের মধ্য দিয়ে ১১ ডিসেম্বর পালিত হয়েছে দিনাজপুরের হিলি মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হিলি শত্রুমুক্ত হয়।
দিবসটি উপলক্ষে গতকাল সকালে হিলি সীমান্তের তল্লাশি চৌকিসংলগ্ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় চত্বর থেকে একটি বিজয় র্যালি বের হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুহাড়াপাড়ার সম্মুখসমর চত্বরে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান, সরকারি-বেসরকারি কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সম্মুখসমরের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
হিলি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে মুক্ত দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রাফিউল আলম, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন প্রমুখ।