গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
গাজীপুর সিটি করপোরেশনের তরৎপাড়া এলাকায় ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে ধূসর লুঙ্গি ও সাদা-নীল-সবুজ চেক গেঞ্জি রয়েছে।
জয়দেবপুর জংশন ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত দাস জানান, তরৎপাড়া এলাকায় হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। খবর পেয়ে বেলা ২টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

গাজীপুর সিটি করপোরেশনের তরৎপাড়া এলাকায় ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে ধূসর লুঙ্গি ও সাদা-নীল-সবুজ চেক গেঞ্জি রয়েছে।
জয়দেবপুর জংশন ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত দাস জানান, তরৎপাড়া এলাকায় হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। খবর পেয়ে বেলা ২টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শেয়ার করুন