একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রথম ভোটের অপেক্ষায় বিলুপ্ত ছিটমহলবাসী
শহীদুল ইসলাম, পঞ্চগড় | ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে দিনক্ষণ গুনছেন পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। এবারই প্রথম কোনো সংসদ নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলার দুই নির্বাচনী আসনে পূর্বের ভোটারদের সঙ্গে যোগ হয় বিলুপ্ত ৩৬ ছিটমহলের ৮ হাজার ৯৩৫ জন নতুন ভোটার। এদের মধ্যে ৪ হাজার ৬৭৪ জন পুরুষ এবং ৪ হাজার ২৬১ জন নারী। বাংলাদেশের নাগরিক হওয়ার পর তারা প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ভোট দেবেন। তাই ভোট নিয়ে বিলুপ্ত ছিটমহলবাসীর মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
গত বুধবার সদর উপজেলার বিলুপ্ত গারাতি ও বোদা উপজেলার বিলুপ্ত পুঁটিমারী ছিটমহলের বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বিলুপ্ত ছিটমহলবাসী অধীর আগ্রহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ গুনছেন। ভোট নিয়ে তাদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। বাড়িঘর থেকে শুরু করে হাটবাজার, চায়ের দোকান, মুদি দোকান সর্বত্র চলছে ভোটের আলোচনা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর এই পিছিয়ে পড়া এলাকায় উন্নয়ন কার্যক্রম আরো ত্বরান্বিত হবে, তাদের সন্তানদের চাকরি হবে, স্থানীয়ভাবে বেকার সমস্যার সমাধান হবেÑ এমন আশা করছেন পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের জনগণ।
তেঁতুলিয়া, আটোয়ারী এবং পঞ্চগড় সদর উপজেলা নিয়ে পঞ্চগড়-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৯ হাজার ২০৭ জন। এই আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ভোটার বেড়েছে ৫০ হাজার ২৮৮ জন। এদের মধ্যে বিলুপ্ত ৭টি ছিটমহল থেকে সংযুক্ত হয়েছেন ১ হাজার ২৫ জন নতুন ভোটার। এদিকে বোদা এবং দেবীগঞ্জ উপজেলা নিয়ে পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৪ হাজার ৮৭৬ জন। এই আসনে ভোটার বেড়েছে ৪৭ হাজার ৫৬২ জন। এদের মধ্যে বিলুপ্ত ২৯টি ছিটমহলে সংযুক্ত হয়েছেন ৭ হাজার ৯১০ জন নতুন ভোটার।
বোদা উপজেলার বিলুপ্ত পুঁটিমারী ছিটমহলের তছলিম উদ্দিন বলেন, ‘জীবনের শেষ বয়সে এসে সরকারি (জাতীয় সংসদ) নির্বাচনে ভোট দিতে পারব, এটা কল্পনাও করিনি। আমরা মানুষের মর্যাদা পেয়েছি, বাংলাদেশের নাগরিক হয়েছি। আমরা এখন অপেক্ষা করছি, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল আলম বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে পঞ্চগড়ের মানুষ ভোট দিতে পারবেন বলে জানান তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলার দুটি নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ১৪ হাজার ৮৩ জন। নতুন ভোটারদের মধ্যে দুই আসনের ৩৬ বিলুপ্ত ছিটমহলের ৮ হাজার ৯৩৫ জন ভোটার সংযুক্ত হয়েছেন। এবার পঞ্চগড়-১ আসনে ১৫৫টি এবং পঞ্চগড়-২ আসনে ১৩১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে।
শেয়ার করুন
শহীদুল ইসলাম, পঞ্চগড় | ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে দিনক্ষণ গুনছেন পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। এবারই প্রথম কোনো সংসদ নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলার দুই নির্বাচনী আসনে পূর্বের ভোটারদের সঙ্গে যোগ হয় বিলুপ্ত ৩৬ ছিটমহলের ৮ হাজার ৯৩৫ জন নতুন ভোটার। এদের মধ্যে ৪ হাজার ৬৭৪ জন পুরুষ এবং ৪ হাজার ২৬১ জন নারী। বাংলাদেশের নাগরিক হওয়ার পর তারা প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ভোট দেবেন। তাই ভোট নিয়ে বিলুপ্ত ছিটমহলবাসীর মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
গত বুধবার সদর উপজেলার বিলুপ্ত গারাতি ও বোদা উপজেলার বিলুপ্ত পুঁটিমারী ছিটমহলের বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বিলুপ্ত ছিটমহলবাসী অধীর আগ্রহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ গুনছেন। ভোট নিয়ে তাদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। বাড়িঘর থেকে শুরু করে হাটবাজার, চায়ের দোকান, মুদি দোকান সর্বত্র চলছে ভোটের আলোচনা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর এই পিছিয়ে পড়া এলাকায় উন্নয়ন কার্যক্রম আরো ত্বরান্বিত হবে, তাদের সন্তানদের চাকরি হবে, স্থানীয়ভাবে বেকার সমস্যার সমাধান হবেÑ এমন আশা করছেন পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের জনগণ।
তেঁতুলিয়া, আটোয়ারী এবং পঞ্চগড় সদর উপজেলা নিয়ে পঞ্চগড়-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৯ হাজার ২০৭ জন। এই আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ভোটার বেড়েছে ৫০ হাজার ২৮৮ জন। এদের মধ্যে বিলুপ্ত ৭টি ছিটমহল থেকে সংযুক্ত হয়েছেন ১ হাজার ২৫ জন নতুন ভোটার। এদিকে বোদা এবং দেবীগঞ্জ উপজেলা নিয়ে পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৪ হাজার ৮৭৬ জন। এই আসনে ভোটার বেড়েছে ৪৭ হাজার ৫৬২ জন। এদের মধ্যে বিলুপ্ত ২৯টি ছিটমহলে সংযুক্ত হয়েছেন ৭ হাজার ৯১০ জন নতুন ভোটার।
বোদা উপজেলার বিলুপ্ত পুঁটিমারী ছিটমহলের তছলিম উদ্দিন বলেন, ‘জীবনের শেষ বয়সে এসে সরকারি (জাতীয় সংসদ) নির্বাচনে ভোট দিতে পারব, এটা কল্পনাও করিনি। আমরা মানুষের মর্যাদা পেয়েছি, বাংলাদেশের নাগরিক হয়েছি। আমরা এখন অপেক্ষা করছি, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল আলম বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে পঞ্চগড়ের মানুষ ভোট দিতে পারবেন বলে জানান তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলার দুটি নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ১৪ হাজার ৮৩ জন। নতুন ভোটারদের মধ্যে দুই আসনের ৩৬ বিলুপ্ত ছিটমহলের ৮ হাজার ৯৩৫ জন ভোটার সংযুক্ত হয়েছেন। এবার পঞ্চগড়-১ আসনে ১৫৫টি এবং পঞ্চগড়-২ আসনে ১৩১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে।