নীলফামারী মুক্ত দিবস পালিত
নীলফামারী প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে নীলফামারী মুক্ত দিবস।
১৯৭১ সালের ১৩ ডিসেম্বর নীলফামারীকে হানাদার মুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা।
দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বেলা ১১টায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, মুক্তিযোদ্ধা জি এম আবদুর রাজ্জাক, শওকত আলী টুলটুলসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ আয়োজনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ সব শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
শেয়ার করুন
নীলফামারী প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে নীলফামারী মুক্ত দিবস।
১৯৭১ সালের ১৩ ডিসেম্বর নীলফামারীকে হানাদার মুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা।
দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বেলা ১১টায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, মুক্তিযোদ্ধা জি এম আবদুর রাজ্জাক, শওকত আলী টুলটুলসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ আয়োজনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ সব শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।