সিরাজগঞ্জে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষের প্রতিবাদে গতকাল শনিবার সকালে বিএনপি ও আওয়ামী লীগ পৃথক সংবাদ সম্মেলন করেছে। এদিকে প্রচারে বাধা দেওয়া, নেতাকর্মীদের বাড়িতে হামলা ও পুলিশি হয়রানির অভিযোগ এনে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করেন পটুয়াখালী-১ আসনের বিএনপি প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী।
সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রুমানা মাহমুদ তার বাসভবনে সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার বিকেলে বিএনপির স্বতঃস্ফূর্ত নির্বাচনী প্রচারে পুলিশ কারণ ছাড়াই হামলা করে। এতে তিনিসহ দলের ২০ নেতাকর্মী আহত হন। সংবাদ সম্মেলনে তিনি জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ও সদর থানার ওসি মো. দাউদ, ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলামকে প্রত্যাহারের দাবি জানান।
একই আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্না জেলার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, সিরাজগঞ্জ সদরসহ জেলার সর্বত্র নির্বাচন থেকে সরে বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে পুলিশ, আওয়ামী লীগ কর্মী ও সংখ্যালঘুদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করছে। তারা নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে। পটুয়াখালী-১ আসনের বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন : প্রচারে বাধা দেওয়া, নেতাকর্মীদের বাড়িতে হামলা ও পুলিশি হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী।
শেয়ার করুন
সিরাজগঞ্জ প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষের প্রতিবাদে গতকাল শনিবার সকালে বিএনপি ও আওয়ামী লীগ পৃথক সংবাদ সম্মেলন করেছে। এদিকে প্রচারে বাধা দেওয়া, নেতাকর্মীদের বাড়িতে হামলা ও পুলিশি হয়রানির অভিযোগ এনে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করেন পটুয়াখালী-১ আসনের বিএনপি প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী।
সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রুমানা মাহমুদ তার বাসভবনে সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার বিকেলে বিএনপির স্বতঃস্ফূর্ত নির্বাচনী প্রচারে পুলিশ কারণ ছাড়াই হামলা করে। এতে তিনিসহ দলের ২০ নেতাকর্মী আহত হন। সংবাদ সম্মেলনে তিনি জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ও সদর থানার ওসি মো. দাউদ, ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলামকে প্রত্যাহারের দাবি জানান।
একই আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্না জেলার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, সিরাজগঞ্জ সদরসহ জেলার সর্বত্র নির্বাচন থেকে সরে বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে পুলিশ, আওয়ামী লীগ কর্মী ও সংখ্যালঘুদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করছে। তারা নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে। পটুয়াখালী-১ আসনের বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন : প্রচারে বাধা দেওয়া, নেতাকর্মীদের বাড়িতে হামলা ও পুলিশি হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী।