নরসিংদীতে বিএনপি প্রার্থী বকুলের অভিযোগ নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নেই
নরসিংদী প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নরসিংদীর মনোহরদীতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল -দেশ রূপান্তর
নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাব) আসনে বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন।
গতকাল রোববার দুপুরে মনোহরদীর হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কর্মিবাহিনী তাকে হত্যার চেষ্টা করছে। ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচারে বাধা দেওয়াসহ হামলা করা হচ্ছে।
বকুল অভিযোগ করেন, তার নির্বাচনী প্রচারে একের পর এক হামলা ও মামলা হলেও প্রশাসন নীরব ভূমিকায় আছে। তিনি দাবি করেন, বর্তমানে নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই।
তবে মামলা-হামলা-প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনে শেষ পর্যন্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির প্রার্থী বকুল। তিনি বলেন, ‘নির্বাচনের মাঠে আছি আগামীতেও থাকব। আওয়ামী লীগ যত হামলা ও ত্রাস করুক না কেন ৩০ তারিখে ভোটের মাঠ ছেড়ে দেব না।’
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লব ও মনোহরদী পৌরসভার কমিশনার জাকির হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রার্থী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘বিএনপির কোন্দলের কারণে বিভিন্ন স্থানে তাদের নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’
শেয়ার করুন
নরসিংদী প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাব) আসনে বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন।
গতকাল রোববার দুপুরে মনোহরদীর হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কর্মিবাহিনী তাকে হত্যার চেষ্টা করছে। ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচারে বাধা দেওয়াসহ হামলা করা হচ্ছে।
বকুল অভিযোগ করেন, তার নির্বাচনী প্রচারে একের পর এক হামলা ও মামলা হলেও প্রশাসন নীরব ভূমিকায় আছে। তিনি দাবি করেন, বর্তমানে নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই।
তবে মামলা-হামলা-প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনে শেষ পর্যন্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির প্রার্থী বকুল। তিনি বলেন, ‘নির্বাচনের মাঠে আছি আগামীতেও থাকব। আওয়ামী লীগ যত হামলা ও ত্রাস করুক না কেন ৩০ তারিখে ভোটের মাঠ ছেড়ে দেব না।’
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লব ও মনোহরদী পৌরসভার কমিশনার জাকির হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রার্থী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘বিএনপির কোন্দলের কারণে বিভিন্ন স্থানে তাদের নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’