বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোরগঞ্জে নিহত ৩
কিশোরগঞ্জ প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে।
গতকাল রোববার দুপুরে কিশোরগঞ্জ- ভৈরব মহাসড়কে সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া বেইলী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন কিশোরই মোটরসাইকেল আরোহী ছিল। তাদের মধ্যে দুজন জেএসসি পরীক্ষার্থী রয়েছে।
নিহত তিন কিশোরের মধ্যে সৈকত সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে, মিলন পাঠানকান্দি গ্রামের আবুবাক্কার মিয়ার ছেলে ও শুভ ঝাটাশিরা গ্রামের বাবুল মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে সৈকত, মিলন ও শুভ কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। বেলা ১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া বেইলী সেতু এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সৈকত ও মিলন ঘটনাস্থলেই মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় শুভকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
নিহত কিশোরদের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বাক্কার সিদ্দিক।
শেয়ার করুন
কিশোরগঞ্জ প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে।
গতকাল রোববার দুপুরে কিশোরগঞ্জ- ভৈরব মহাসড়কে সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া বেইলী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন কিশোরই মোটরসাইকেল আরোহী ছিল। তাদের মধ্যে দুজন জেএসসি পরীক্ষার্থী রয়েছে।
নিহত তিন কিশোরের মধ্যে সৈকত সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে, মিলন পাঠানকান্দি গ্রামের আবুবাক্কার মিয়ার ছেলে ও শুভ ঝাটাশিরা গ্রামের বাবুল মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে সৈকত, মিলন ও শুভ কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। বেলা ১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া বেইলী সেতু এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সৈকত ও মিলন ঘটনাস্থলেই মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় শুভকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
নিহত কিশোরদের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বাক্কার সিদ্দিক।