খুলনায় নির্বাচনী মাঠে নতুন ৫ প্রার্থী
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে এবার নতুন মুখ পাঁচজন। নির্বাচনী আলোচনায় সবার আগে উঠে আসছে তাদের নাম। নতুন পাঁচ প্রার্থীর জয়-পরাজয়ের হিসাব-নিকাশ করছেন ভোটাররা।
খুলনার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের নতুন দুই প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। তারা হলেন খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে শেখ সালাহউদ্দিন জুয়েল ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আকতারুজ্জামান বাবু। শেখ সালাহউদ্দিন জুয়েলের দলীয় কোনো পদ নেই। তিনি বঙ্গবন্ধুর ভাতিজা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই। শেখ জুয়েলের নৌকা প্রতীকের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর ধানের শীষ। মঞ্জু এই আসনের সংসদ সদস্য ছিলেন।
ক্ষমতাসীন দলের আরেক নতুন মুখ আকতারুজ্জামান বাবু জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাবুর প্রধান প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের প্রার্থী খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ। তবে মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টি এ আসনে জোটের বাইরে নির্বাচন করছে। এখানে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন শফিকুল ইসলাম মধু।
বিএনপির নবীন প্রার্থীরা হলেন খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। হেলাল এর আগে ঢাকা-১৮ আসনে নির্বাচন করলেও নিজ জন্মস্থানে এটাই তার প্রথম নির্বাচন।
খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী বকুলের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলালের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শিল্পপতি ও জাতীয় দলের সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী। আওয়ামী লীগ ও বিএনপির শক্তিশালী দুই প্রার্থীর বাড়িই রূপসা উপজেলায়। ফলে এ আসনের নির্বাচন জমে উঠেছে সবচেয়ে বেশি। এছাড়া খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে এবার নতুন মুখ পাঁচজন। নির্বাচনী আলোচনায় সবার আগে উঠে আসছে তাদের নাম। নতুন পাঁচ প্রার্থীর জয়-পরাজয়ের হিসাব-নিকাশ করছেন ভোটাররা।
খুলনার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের নতুন দুই প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। তারা হলেন খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে শেখ সালাহউদ্দিন জুয়েল ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আকতারুজ্জামান বাবু। শেখ সালাহউদ্দিন জুয়েলের দলীয় কোনো পদ নেই। তিনি বঙ্গবন্ধুর ভাতিজা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই। শেখ জুয়েলের নৌকা প্রতীকের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর ধানের শীষ। মঞ্জু এই আসনের সংসদ সদস্য ছিলেন।
ক্ষমতাসীন দলের আরেক নতুন মুখ আকতারুজ্জামান বাবু জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাবুর প্রধান প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের প্রার্থী খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ। তবে মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টি এ আসনে জোটের বাইরে নির্বাচন করছে। এখানে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন শফিকুল ইসলাম মধু।
বিএনপির নবীন প্রার্থীরা হলেন খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। হেলাল এর আগে ঢাকা-১৮ আসনে নির্বাচন করলেও নিজ জন্মস্থানে এটাই তার প্রথম নির্বাচন।
খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী বকুলের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলালের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শিল্পপতি ও জাতীয় দলের সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী। আওয়ামী লীগ ও বিএনপির শক্তিশালী দুই প্রার্থীর বাড়িই রূপসা উপজেলায়। ফলে এ আসনের নির্বাচন জমে উঠেছে সবচেয়ে বেশি। এছাড়া খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ।