খাগড়াছড়িতে আ.লীগ প্রার্থীকে এম এন লারমা পক্ষের সমর্থন
খাগড়াছড়ি প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য খাগড়াছড়িতে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে সমর্থন দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) একাংশ- (এমএন লারমা)। চুক্তি বাস্তবায়ন তরান্বিত করাসহ চলমান সংকট নিরসনের কথা চিন্তা করে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল রোববার দুপুরে খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদে জেলার কার্বারি-হেডম্যানদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় কুজেন্দ্র লালকে সমর্থন জানায় জনসংহতি সমিতির নেতারা।
সভায় বক্তারা বলেন, শান্তি চুক্তি করেছে আওয়ামী লীগ সরকার ও জনসংহতি সমিতি। সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রাথীকে সমর্থন দেওয়া দলটির দায়িত্ব। পাহাড়িদের কাছে চুক্তিবান্ধব এমপি নির্বাচিত করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা।
চট্টগ্রাম জনসংহতি সমিতির (লারমা) কেন্দ্রীয় রাজনৈতিকবিষয়ক সম্পাদক বিভূরঞ্জন চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রণিক ত্রিপুরা, জনসংহতি সমিতির নেতা সুদর্শন চাকমা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা, জেলা সাধারণ সম্পাদক সিন্ধু কুমার চাকমা, কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক প্রীতিময় চাকমা।
শেয়ার করুন
খাগড়াছড়ি প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য খাগড়াছড়িতে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে সমর্থন দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) একাংশ- (এমএন লারমা)। চুক্তি বাস্তবায়ন তরান্বিত করাসহ চলমান সংকট নিরসনের কথা চিন্তা করে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল রোববার দুপুরে খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদে জেলার কার্বারি-হেডম্যানদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় কুজেন্দ্র লালকে সমর্থন জানায় জনসংহতি সমিতির নেতারা।
সভায় বক্তারা বলেন, শান্তি চুক্তি করেছে আওয়ামী লীগ সরকার ও জনসংহতি সমিতি। সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রাথীকে সমর্থন দেওয়া দলটির দায়িত্ব। পাহাড়িদের কাছে চুক্তিবান্ধব এমপি নির্বাচিত করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা।
চট্টগ্রাম জনসংহতি সমিতির (লারমা) কেন্দ্রীয় রাজনৈতিকবিষয়ক সম্পাদক বিভূরঞ্জন চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রণিক ত্রিপুরা, জনসংহতি সমিতির নেতা সুদর্শন চাকমা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা, জেলা সাধারণ সম্পাদক সিন্ধু কুমার চাকমা, কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক প্রীতিময় চাকমা।