ইয়াবাসহ আটক
হাকিমপুর প্রতিনিধি | ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক দুটি অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও এমকেডিলসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাতে সীমান্তের ফকিরপাড়া ও রায়ভাগ এলাকায় পৃথক অভিযানে রায়ভাগ গ্রামের মজিবর রহমানের স্ত্রী রাহেলা বেগম (৩৫) ও লোহাচড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে রাজু মিয়াকে (২৩) মাদকসহ আটক করা হয়। বিজিবি হিলির আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা জানান, সোমবার গভীর রাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে ভারত থেকে দেশে প্রবেশের সময় রাজু মিয়াকে আটক করে বিজিবি। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ফিটিং অবস্থায় ২১ বোতল নেশাজাতীয় এমকেডিল উদ্ধার করা হয়। অন্যদিকে বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা সীমান্তের রায়ভাগ এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও ১০০ ইয়াবা ট্যাবলেটসহ রাহেলা বেগমকে আটক করে। আটক দুজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
শেয়ার করুন
হাকিমপুর প্রতিনিধি | ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক দুটি অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও এমকেডিলসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাতে সীমান্তের ফকিরপাড়া ও রায়ভাগ এলাকায় পৃথক অভিযানে রায়ভাগ গ্রামের মজিবর রহমানের স্ত্রী রাহেলা বেগম (৩৫) ও লোহাচড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে রাজু মিয়াকে (২৩) মাদকসহ আটক করা হয়। বিজিবি হিলির আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা জানান, সোমবার গভীর রাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে ভারত থেকে দেশে প্রবেশের সময় রাজু মিয়াকে আটক করে বিজিবি। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ফিটিং অবস্থায় ২১ বোতল নেশাজাতীয় এমকেডিল উদ্ধার করা হয়। অন্যদিকে বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা সীমান্তের রায়ভাগ এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও ১০০ ইয়াবা ট্যাবলেটসহ রাহেলা বেগমকে আটক করে। আটক দুজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।