পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
ঠাকুরগাঁও ও পটুয়াখালী প্রতিনিধি | ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ঠাকুরগাঁও ও পটুয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদরের বাস-ট্রাক সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরো ২০ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে পটুয়াখালীর কলাপাড়ায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে বিআরটিসির একটি বাস ঠাকুরগাঁও আসছিল। আর একটি ট্রাক পঞ্চগড় যাচ্ছিল। ডেনিস এলাকার এসে দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। এতে আহত হয় ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফারুক হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ট্রাকচালক ঘুমিয়ে পড়েছিল। বাঁকে এসে রং সাইডে চলে আসে ট্রাকটি। এতে সংঘর্ষ হয়।
কলাপাড়ায় থানার ওসি মনিরুল ইসলাম জানান, কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের হলদিবাড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চালক বাবুল আকন (২৫) মারা যান। এতে আহত হয়েছে মোটরসাইকেলের তিন আরোহী। তারা হলেনÑ হাবিব খান (৪২), মাহাবুব (২৬) ও নজরুল (২৪)। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়।
শেয়ার করুন
ঠাকুরগাঁও ও পটুয়াখালী প্রতিনিধি | ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ঠাকুরগাঁও ও পটুয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদরের বাস-ট্রাক সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরো ২০ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে পটুয়াখালীর কলাপাড়ায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে বিআরটিসির একটি বাস ঠাকুরগাঁও আসছিল। আর একটি ট্রাক পঞ্চগড় যাচ্ছিল। ডেনিস এলাকার এসে দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। এতে আহত হয় ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফারুক হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ট্রাকচালক ঘুমিয়ে পড়েছিল। বাঁকে এসে রং সাইডে চলে আসে ট্রাকটি। এতে সংঘর্ষ হয়।
কলাপাড়ায় থানার ওসি মনিরুল ইসলাম জানান, কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের হলদিবাড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চালক বাবুল আকন (২৫) মারা যান। এতে আহত হয়েছে মোটরসাইকেলের তিন আরোহী। তারা হলেনÑ হাবিব খান (৪২), মাহাবুব (২৬) ও নজরুল (২৪)। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়।