দিনাজপুরে কনকনে শীতে বিঘ্ন জনজীবন
দিনাজপুর প্রতিনিধি | ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে দিনাজপুরবাসীর স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটছে। গত পরশু সোমবার বিকাল থেকে হালকা বৃষ্টির সঙ্গে মৃদু বাতাস বইছে। শ্রমজীবী মানুষের কর্মস্থলে যেতেও সমস্যা হচ্ছে। ছাতা মাথায় অনেককে দেখা গেছে সড়কে।
গতকাল মঙ্গলবার অফিসযাত্রী জাহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘রাত থেকে বৃষ্টি আর হালকা শীতল মৃদু বাতাসের কারণে আমি অফিস যেতে দেরি করে ফেলেছি। সকাল ৯টার অফিস যেতে হচ্ছে ১০টায়।’ এদিকে কৃষিজমিতে চাষাবাদ করার জন্য অনেকেই সার-কীটনাশক ব্যবহার করতে পারছেন না। শহরের গাড়ি-ঘোড়া কম চলতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমতে কমতে এই মাসের শেষের দিকে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে।
নিম্নচাপ কেন্দ্রের এলাকায় সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে জানা যায়, ঘূর্ণিঝড় ‘ফেথাই’ ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা অতিক্রম করে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দিনাজপুরসহ বাংলাদেশের প্রায় সব জায়গায় হালকা বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শেয়ার করুন
দিনাজপুর প্রতিনিধি | ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে দিনাজপুরবাসীর স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটছে। গত পরশু সোমবার বিকাল থেকে হালকা বৃষ্টির সঙ্গে মৃদু বাতাস বইছে। শ্রমজীবী মানুষের কর্মস্থলে যেতেও সমস্যা হচ্ছে। ছাতা মাথায় অনেককে দেখা গেছে সড়কে।
গতকাল মঙ্গলবার অফিসযাত্রী জাহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘রাত থেকে বৃষ্টি আর হালকা শীতল মৃদু বাতাসের কারণে আমি অফিস যেতে দেরি করে ফেলেছি। সকাল ৯টার অফিস যেতে হচ্ছে ১০টায়।’ এদিকে কৃষিজমিতে চাষাবাদ করার জন্য অনেকেই সার-কীটনাশক ব্যবহার করতে পারছেন না। শহরের গাড়ি-ঘোড়া কম চলতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমতে কমতে এই মাসের শেষের দিকে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে।
নিম্নচাপ কেন্দ্রের এলাকায় সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে জানা যায়, ঘূর্ণিঝড় ‘ফেথাই’ ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা অতিক্রম করে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দিনাজপুরসহ বাংলাদেশের প্রায় সব জায়গায় হালকা বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।