চেহারা নয় উন্নয়ন দেখে ভোট দিন : কাদের
নোয়াখালী প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
সরকারের ১০ বছরের উন্নয়ন বিবেচনায় আবারও ভোটে জেতার আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বুধবার নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক পথসভায় নোয়াখালী-৫ আসনে নিজের প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘মওদুদ আহমদের ডাকে জনগণ সাড়া দেয় না। উনার বেলা শেষ হয়ে গেছে। চেহারা নয়, আপনারা উন্নয়ন দেখে কাজের লোককে ভোট দেবেন।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির ভাঙা হাট আর মিলবে না। যত দিন যাচ্ছে, ততই তাদের জনপ্রিয়তায় ভাটা পড়ছে।
১৮ আসনে দলের বিদ্রোহী প্রার্থী থাকার কথা জানিয়ে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা এখনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা ডা. এ কে এম জাফর উল্যাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি।
শেয়ার করুন
নোয়াখালী প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সরকারের ১০ বছরের উন্নয়ন বিবেচনায় আবারও ভোটে জেতার আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বুধবার নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক পথসভায় নোয়াখালী-৫ আসনে নিজের প্রতিদ্বন্দ্বীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘মওদুদ আহমদের ডাকে জনগণ সাড়া দেয় না। উনার বেলা শেষ হয়ে গেছে। চেহারা নয়, আপনারা উন্নয়ন দেখে কাজের লোককে ভোট দেবেন।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির ভাঙা হাট আর মিলবে না। যত দিন যাচ্ছে, ততই তাদের জনপ্রিয়তায় ভাটা পড়ছে।
১৮ আসনে দলের বিদ্রোহী প্রার্থী থাকার কথা জানিয়ে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা এখনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা ডা. এ কে এম জাফর উল্যাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি।