গাজীপুরে ‘দিশেহারা’ বিএনপি
মো. আমিনুল ইসলাম, গাজীপুর | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
গাজীপুরের পাঁচটি আসনের বিএনপি নেতাকর্মীরা হামলা, মামলা ও গ্রেপ্তার আতঙ্কে দিশেহারা বলে অভিযোগ দলটির নেতাদের। তারা বলছেন, কোনো প্রার্থী নির্বিঘ্নে প্রচারে নামতে পারছেন না। আতঙ্কের মধ্যে তারা জনসংযোগ করছেন।
ঐক্যফ্রন্ট নেতাদের দেওয়া তথ্যমতে, তফসিল ঘোষণার পর গত রোববার পর্যন্ত গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন থানায় ধানের শীষ প্রতীকের প্রার্থীসহ নেতাকর্মীদের নামে ৩২ গায়েবি মামলা হয়েছে। এছাড়া প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে নেতাকর্মীদের। গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন সরকারের প্রধান সমন্বয়কারী ডা. মাজহারুল আলম জানান, বিএনপির নেতাকর্মী-সমর্থকদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে গায়েবি মামলা অব্যাহত রয়েছে। রোববার গাজীপুর-৫ আসনের বিএনপি প্রার্থী একেএম ফজলুল হক মিলনের স্ত্রী সম্পা হক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও কালীগঞ্জ থানা-পুলিশ নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন। গাজীপুর-৪ আসনের বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান জানান, ১৪ ডিসেম্বর স্থানীয় আড়াল বাজারে নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে তিনিসহ ১০-১২ জন আহত হয়।
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন জানান, আতঙ্কের মধ্যে তারা জনসংযোগ করছেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলম জানান, বিএনপির অভিযোগ সঠিক নয়। কোথাও তাদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে না।
শেয়ার করুন
মো. আমিনুল ইসলাম, গাজীপুর | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

গাজীপুরের পাঁচটি আসনের বিএনপি নেতাকর্মীরা হামলা, মামলা ও গ্রেপ্তার আতঙ্কে দিশেহারা বলে অভিযোগ দলটির নেতাদের। তারা বলছেন, কোনো প্রার্থী নির্বিঘ্নে প্রচারে নামতে পারছেন না। আতঙ্কের মধ্যে তারা জনসংযোগ করছেন। ঐক্যফ্রন্ট নেতাদের দেওয়া তথ্যমতে, তফসিল ঘোষণার পর গত রোববার পর্যন্ত গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন থানায় ধানের শীষ প্রতীকের প্রার্থীসহ নেতাকর্মীদের নামে ৩২ গায়েবি মামলা হয়েছে। এছাড়া প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে নেতাকর্মীদের। গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন সরকারের প্রধান সমন্বয়কারী ডা. মাজহারুল আলম জানান, বিএনপির নেতাকর্মী-সমর্থকদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে গায়েবি মামলা অব্যাহত রয়েছে। রোববার গাজীপুর-৫ আসনের বিএনপি প্রার্থী একেএম ফজলুল হক মিলনের স্ত্রী সম্পা হক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও কালীগঞ্জ থানা-পুলিশ নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন। গাজীপুর-৪ আসনের বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান জানান, ১৪ ডিসেম্বর স্থানীয় আড়াল বাজারে নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে তিনিসহ ১০-১২ জন আহত হয়। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন জানান, আতঙ্কের মধ্যে তারা জনসংযোগ করছেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলম জানান, বিএনপির অভিযোগ সঠিক নয়। কোথাও তাদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে না।