নোয়াখালীতে কাদের
জনগণই তাদের খামোশ করে দেবে
নোয়াখালী প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ফাইল ছবি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণই তাদের খামোশ করে দেবে।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সাম্প্রতিক এক কথাকে ইঙ্গিত করে গতকাল বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনের কোম্পানীগঞ্জে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
গত শুক্রবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জামায়াত নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করে ড. কামাল বলেন, চুপ করো। চুপ করো। খামোশ। এ নিয়ে সমালোচনার মুখে দুঃখও প্রকাশ করেন তিনি।
কাদের বলেন, ভোটের ১০ দিন বাকি থাকতেই এদেশের জনগণ তাদের (ঐক্যফ্রন্ট) প্রত্যাখ্যান করছে দেখেই তারা এখন অসত্য অভিযোগ করে যাচ্ছে। পরাজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করলে এবার জনগণ সমুচিত জবাব দেবে।
ব্যারিস্টার মওদুদ আহমদের অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি কখনো মওদুদকে প্রতিরোধ করতে বলেননি বরং তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
শেয়ার করুন
নোয়াখালী প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণই তাদের খামোশ করে দেবে।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সাম্প্রতিক এক কথাকে ইঙ্গিত করে গতকাল বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনের কোম্পানীগঞ্জে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
গত শুক্রবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জামায়াত নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করে ড. কামাল বলেন, চুপ করো। চুপ করো। খামোশ। এ নিয়ে সমালোচনার মুখে দুঃখও প্রকাশ করেন তিনি।
কাদের বলেন, ভোটের ১০ দিন বাকি থাকতেই এদেশের জনগণ তাদের (ঐক্যফ্রন্ট) প্রত্যাখ্যান করছে দেখেই তারা এখন অসত্য অভিযোগ করে যাচ্ছে। পরাজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করলে এবার জনগণ সমুচিত জবাব দেবে।
ব্যারিস্টার মওদুদ আহমদের অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি কখনো মওদুদকে প্রতিরোধ করতে বলেননি বরং তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।