আরচারি ক্লাব চ্যাম্পিয়ন ঢাকা আর্মি
ক্রীড়া প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
দশম জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপে সর্বমোট নয়টি পদক জিতে সেরা হয়েছে ঢাকা আর্মি আরচারি ক্লাব। গতকাল শেষ দিনে ক্লাবের তীরন্দাজরা ছয় স্বর্ণপদক, এক রৌপ্য এবং দুটি ব্রোঞ্চপদক জিতেছেন। ছেলেদের রিকার্ভ সিঙ্গেলসে বিকেএসপির হাকিম আহমেদ রুবেল, মেয়েদের রিকার্ভ সিঙ্গেলসে ঢাকা আর্মি আরচারি ক্লাবের নাসরিন আক্তার, ছেলেদের রিকার্ভ টিম ইভেন্টে বিকেএসপি, মেয়েদের রিকার্ভ টিম ইভেন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাব, রিকার্ভ মিক্সড ইভেন্টে বিকেএসপি জয় পেয়েছে। ছেলেদের কম্পাউন্ড সিঙ্গেলসে ঢাকা আর্মি আরচারি ক্লাবের মিঠু রহমান জয় পেয়েছে।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

দশম জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপে সর্বমোট নয়টি পদক জিতে সেরা হয়েছে ঢাকা আর্মি আরচারি ক্লাব। গতকাল শেষ দিনে ক্লাবের তীরন্দাজরা ছয় স্বর্ণপদক, এক রৌপ্য এবং দুটি ব্রোঞ্চপদক জিতেছেন। ছেলেদের রিকার্ভ সিঙ্গেলসে বিকেএসপির হাকিম আহমেদ রুবেল, মেয়েদের রিকার্ভ সিঙ্গেলসে ঢাকা আর্মি আরচারি ক্লাবের নাসরিন আক্তার, ছেলেদের রিকার্ভ টিম ইভেন্টে বিকেএসপি, মেয়েদের রিকার্ভ টিম ইভেন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাব, রিকার্ভ মিক্সড ইভেন্টে বিকেএসপি জয় পেয়েছে। ছেলেদের কম্পাউন্ড সিঙ্গেলসে ঢাকা আর্মি আরচারি ক্লাবের মিঠু রহমান জয় পেয়েছে।
শেয়ার করুন