গাইবান্ধায় ফজলে রাব্বী চৌধুরীর দাফন সম্পন্ন
গাইবান্ধা প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিণাথপুর ইউনিয়নের তালুকজামিরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত বুধবার রাত ২টার দিকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান সাবেক এই মন্ত্রী। জানাজায় জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তালুকজামিরা গ্রামের ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টি (জাপা) থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
শেয়ার করুন
গাইবান্ধা প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিণাথপুর ইউনিয়নের তালুকজামিরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত বুধবার রাত ২টার দিকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান সাবেক এই মন্ত্রী। জানাজায় জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তালুকজামিরা গ্রামের ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টি (জাপা) থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
শেয়ার করুন