আখাউড়ায় আইনমন্ত্রী
২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করেছেন হাসিনা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১০০ সাল পর্যন্ত বাংলাদেশের জন্য পরিকল্পনা করেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছেন। তার পরিকল্পনায় ২০৪১ সালে সারা বিশ্বে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে পরিচিতি পাবে। ২০৪১ সাল পর্যন্ত বাংলাদেশের করণীয় কী হবে, সে বিষয়েও জননেত্রী পরিকল্পনা গঠন করে রেখেছেন।’
গতকাল শুক্রবার আখাউড়া পৌরশহরের রাধানগর রেলগেইটে এক নির্বাচনী পথসভায় আইনমন্ত্রী এ সব কথা বলেন। এরপর তিনি দেবগ্রাম, রাধানগর রেলগেইট, মসজিদ পাড়া, দুর্গাপুর, নারায়ণপুরসহ আখাউড়া পৌরশহরের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন। পথসভায় আখাউড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাবেক পৌর বিএনপির সভাপতি কাউন্সিল আতিকুর রহমান, সাবেক ছাত্রদল নেতা শেখ সোহেলসহ আট জন বিএনপির নেতাকর্মী আইনমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
শেয়ার করুন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১০০ সাল পর্যন্ত বাংলাদেশের জন্য পরিকল্পনা করেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছেন। তার পরিকল্পনায় ২০৪১ সালে সারা বিশ্বে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে পরিচিতি পাবে। ২০৪১ সাল পর্যন্ত বাংলাদেশের করণীয় কী হবে, সে বিষয়েও জননেত্রী পরিকল্পনা গঠন করে রেখেছেন।’
গতকাল শুক্রবার আখাউড়া পৌরশহরের রাধানগর রেলগেইটে এক নির্বাচনী পথসভায় আইনমন্ত্রী এ সব কথা বলেন। এরপর তিনি দেবগ্রাম, রাধানগর রেলগেইট, মসজিদ পাড়া, দুর্গাপুর, নারায়ণপুরসহ আখাউড়া পৌরশহরের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন। পথসভায় আখাউড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাবেক পৌর বিএনপির সভাপতি কাউন্সিল আতিকুর রহমান, সাবেক ছাত্রদল নেতা শেখ সোহেলসহ আট জন বিএনপির নেতাকর্মী আইনমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।