বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে ঝাড়– মিছিল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ঈশ্বরদীতে ঝাড়– মিছিল করেছে দলের নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে ঈশ্বরদীর বাস টার্মিনাল এলাকায় মিছিল শেষে তার কুশপুতুলও পোড়ানো হয়।
সদ্য স্থগিত হওয়া ঈশ্বরদী পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাসের সভাপতিত্বে এক পথসভায় সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা, ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আতিয়ার রহমান, ইসলাম হোসেন জুয়েল বক্তব্য দেন। তাদের অভিযোগ, হাবিবুর রহমান হাবিব কেন্দ্রীয় কমিটিতে প্রভাব খাটিয়ে ঈশ্বরদী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত এবং পৌর বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করিয়েছেন।
সভায় সিরাজ সরদার বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ঈশ্বরদী উপজেলা ও পৌর কমিটি পুনর্বহাল করা না হলে নির্বাচনের আগেই ঈশ্বরদীতে বিএনপি আরো বড় কর্মসূচি দেবে।
শেয়ার করুন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ঈশ্বরদীতে ঝাড়– মিছিল করেছে দলের নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে ঈশ্বরদীর বাস টার্মিনাল এলাকায় মিছিল শেষে তার কুশপুতুলও পোড়ানো হয়।
সদ্য স্থগিত হওয়া ঈশ্বরদী পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাসের সভাপতিত্বে এক পথসভায় সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা, ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আতিয়ার রহমান, ইসলাম হোসেন জুয়েল বক্তব্য দেন। তাদের অভিযোগ, হাবিবুর রহমান হাবিব কেন্দ্রীয় কমিটিতে প্রভাব খাটিয়ে ঈশ্বরদী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত এবং পৌর বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করিয়েছেন।
সভায় সিরাজ সরদার বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ঈশ্বরদী উপজেলা ও পৌর কমিটি পুনর্বহাল করা না হলে নির্বাচনের আগেই ঈশ্বরদীতে বিএনপি আরো বড় কর্মসূচি দেবে।