এ্যানির অভিযোগ
লক্ষ্মীপুরকে ভুতুড়ে শহর বানিয়েছে আ.লীগ
লক্ষ্মীপুর প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ লক্ষ্মীপুরকে ভুতুড়ে ও বিপজ্জনক শহর বানিয়েছে বলে অভিযোগ করেছেন সদর আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। গতকাল শনিবার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী এ্যানি বলেন, গত কয়েকদিন ধরে নৌকা প্রতীকের প্রার্থী তার সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরসহ তাদের পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টাও হচ্ছে। তিনি বলেন, প্রশাসন নির্বাচনী প্রচারের সময় পরোয়ানা ছাড়াই নেতাকর্মীদের আটক করছে। নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাদের হুমকি দিচ্ছে।
জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের সভাপতি হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
লক্ষ্মীপুর প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ লক্ষ্মীপুরকে ভুতুড়ে ও বিপজ্জনক শহর বানিয়েছে বলে অভিযোগ করেছেন সদর আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। গতকাল শনিবার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী এ্যানি বলেন, গত কয়েকদিন ধরে নৌকা প্রতীকের প্রার্থী তার সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরসহ তাদের পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টাও হচ্ছে। তিনি বলেন, প্রশাসন নির্বাচনী প্রচারের সময় পরোয়ানা ছাড়াই নেতাকর্মীদের আটক করছে। নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাদের হুমকি দিচ্ছে।
জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের সভাপতি হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।