তিতাসে আ.লীগ প্রার্থীর গাড়িবহরে ককটেল হামলা
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ প্রার্থী সেলিমা আহমাদ মেরী’র গণসংযোগের গাড়িবহরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে দড়িকান্দি ব্রিজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে মেরী এ ঘটনার জন্য বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনকে দায়ী করেন।
কুমিল্লা-২ (তিতাস ও হোমনা) আসনের নৌকা প্রতীকের এ প্রার্থী বলেন, নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার দেখে প্রতিপক্ষ দল এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করে তিতাস উপজেলা বিএনপির সভাপতি সালাহ উদ্দিন সরকার বলেন, কয়েকদিন আগের একটি মিথ্যা মামলায় সাত-আট জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আতঙ্কে অন্যরা এলাকাছাড়া। পরিকল্পিতভাবে মিথ্যা এ নাটক সাজানো হয়েছে। আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক না কেন এবার খালি মাঠে গোল দিতে দেব না।
শেয়ার করুন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ প্রার্থী সেলিমা আহমাদ মেরী’র গণসংযোগের গাড়িবহরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে দড়িকান্দি ব্রিজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে মেরী এ ঘটনার জন্য বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনকে দায়ী করেন।
কুমিল্লা-২ (তিতাস ও হোমনা) আসনের নৌকা প্রতীকের এ প্রার্থী বলেন, নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার দেখে প্রতিপক্ষ দল এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করে তিতাস উপজেলা বিএনপির সভাপতি সালাহ উদ্দিন সরকার বলেন, কয়েকদিন আগের একটি মিথ্যা মামলায় সাত-আট জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আতঙ্কে অন্যরা এলাকাছাড়া। পরিকল্পিতভাবে মিথ্যা এ নাটক সাজানো হয়েছে। আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক না কেন এবার খালি মাঠে গোল দিতে দেব না।
শেয়ার করুন