নির্বাচন থেকে সরানোর চক্রান্ত চলছে : আছপিয়া
সুনামগঞ্জ প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া অভিযোগ করে বলেছেন, তাকে নির্বাচন থেকে সরানোর চক্রান্ত করছে ক্ষমতাসীনরা। গতকাল সোমবার শহরের কাজির পয়েন্টে নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বিএনপি প্রার্থী বলেন, ‘আমাকে নির্বাচন থেকে সরানোর অশুভ চক্রান্ত চলছে। প্রতি মুহূর্তে নানা হুমকির মধ্যে আমাদের প্রচারণা চালাতে হচ্ছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে; মামলা ছাড়াই নেতাকর্মীদের গ্রেপ্তার (আটক) করছে। এই গ্রেপ্তার আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন নিয়েও আমরা সন্দিহান।’
এ আসনে মহাজোটের প্রার্থী রাত ১২টা পর্যন্ত প্রচার চালাতে পারলেও প্রতিদ্বন্দ্বীদের ক্ষেত্রে উল্টোটা হচ্ছে বলে অভিযোগ আছপিয়ার। তিনি আরো বলেন, ৮টার পর প্রচার চালালেই পুলিশ হয়রানি করে। বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল হক, বিএনপি নেতা ফরিদ আহমদ, ফুল মিয়া, জামাল উদ্দিনসহ অনেক নেতাকর্মীকে বিনা অভিযোগেই আটক করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলসহ প্রমুখ।
শেয়ার করুন
সুনামগঞ্জ প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া অভিযোগ করে বলেছেন, তাকে নির্বাচন থেকে সরানোর চক্রান্ত করছে ক্ষমতাসীনরা। গতকাল সোমবার শহরের কাজির পয়েন্টে নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বিএনপি প্রার্থী বলেন, ‘আমাকে নির্বাচন থেকে সরানোর অশুভ চক্রান্ত চলছে। প্রতি মুহূর্তে নানা হুমকির মধ্যে আমাদের প্রচারণা চালাতে হচ্ছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে; মামলা ছাড়াই নেতাকর্মীদের গ্রেপ্তার (আটক) করছে। এই গ্রেপ্তার আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন নিয়েও আমরা সন্দিহান।’
এ আসনে মহাজোটের প্রার্থী রাত ১২টা পর্যন্ত প্রচার চালাতে পারলেও প্রতিদ্বন্দ্বীদের ক্ষেত্রে উল্টোটা হচ্ছে বলে অভিযোগ আছপিয়ার। তিনি আরো বলেন, ৮টার পর প্রচার চালালেই পুলিশ হয়রানি করে। বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল হক, বিএনপি নেতা ফরিদ আহমদ, ফুল মিয়া, জামাল উদ্দিনসহ অনেক নেতাকর্মীকে বিনা অভিযোগেই আটক করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলসহ প্রমুখ।