খুলনা-৬ আসন
ধানের শীষের প্রার্থী জেলে কর্মীদের নীরব প্রচার
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা উপজেলা) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ কারাগারে। তার পক্ষে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা গণসংযোগে বের হলেও বাধার মুখে পড়ছেন। এ অবস্থায় নীরবে ভোট চাইছেন সমর্থকরা। বিপরীতে আওয়ামী লীগ প্রার্থী আখতারুজ্জামান বাবুর পক্ষে চলছে জৌলুসপূর্ণ প্রচার।
সব মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েও নতুন একটিতে গ্রেপ্তার দেখানোয় ধানের শীষের প্রার্থী আবুল কালাম আজাদ জেল থেকে বের হতে পারছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী মো. শাহ আলম। ২৭ অক্টোবর থেকে কারাগারে আছেন তিনি। এ আসনে নৌকা ও ধানের শীষের প্রার্থী দুজনই নতুন মুখ।
জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে প্রচারে এগিয়ে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাবু। অসংখ্য নেতাকর্মী তার প্রচারে নিয়োজিত। প্রতিটি পাড়া-মহল্লা, রাস্তা-ঘাট, অলি-গলি নৌকার পোস্টারে সয়লাব। অন্যদিকে ধানের শীষের কোনো পোস্টার, লিফলেট কিংবা প্রচার লক্ষ করা যাচ্ছে না।
আবুল কালাম আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মুহাম্মদ লিয়াকত আলী সরদার বলেন, ‘ধানের শীষের প্রচারে নামলেই বাধার মুখে পড়ছি। আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, মিথ্যা-গায়েবি মামলায় গণগ্রেপ্তার করা হচ্ছে। এসব কারণে সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম করতে পারছি না। প্রতিকূলতার মধ্যেই সমর্থকরা প্রচার চালিয়ে যাচ্ছে।’
জেলা ছাত্রলীগ নেতা ও কয়রা উপজেলা ছাত্রলীগের নির্বাচনী কার্যক্রম মনিটরিং কমিটির সমন্বয়ক মো. আবু সাঈদ খান বলেন, শেখ হাসিনার পুঁজি হচ্ছে উন্নয়ন। আর বিএনপি-জামায়াতের পুঁজি মিথ্যাচার। উন্নয়নের জোয়ারে বিএনপি-জামায়াতের মিথ্যার রাজনীতি চিরতরে বিলীন হয়ে যাবে। আগামী ৩০ ডিসেম্বর জনগণ শেখ হাসিনার পক্ষে থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা উপজেলা) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ কারাগারে। তার পক্ষে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা গণসংযোগে বের হলেও বাধার মুখে পড়ছেন। এ অবস্থায় নীরবে ভোট চাইছেন সমর্থকরা। বিপরীতে আওয়ামী লীগ প্রার্থী আখতারুজ্জামান বাবুর পক্ষে চলছে জৌলুসপূর্ণ প্রচার।
সব মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েও নতুন একটিতে গ্রেপ্তার দেখানোয় ধানের শীষের প্রার্থী আবুল কালাম আজাদ জেল থেকে বের হতে পারছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী মো. শাহ আলম। ২৭ অক্টোবর থেকে কারাগারে আছেন তিনি। এ আসনে নৌকা ও ধানের শীষের প্রার্থী দুজনই নতুন মুখ।
জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে প্রচারে এগিয়ে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাবু। অসংখ্য নেতাকর্মী তার প্রচারে নিয়োজিত। প্রতিটি পাড়া-মহল্লা, রাস্তা-ঘাট, অলি-গলি নৌকার পোস্টারে সয়লাব। অন্যদিকে ধানের শীষের কোনো পোস্টার, লিফলেট কিংবা প্রচার লক্ষ করা যাচ্ছে না।
আবুল কালাম আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মুহাম্মদ লিয়াকত আলী সরদার বলেন, ‘ধানের শীষের প্রচারে নামলেই বাধার মুখে পড়ছি। আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, মিথ্যা-গায়েবি মামলায় গণগ্রেপ্তার করা হচ্ছে। এসব কারণে সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম করতে পারছি না। প্রতিকূলতার মধ্যেই সমর্থকরা প্রচার চালিয়ে যাচ্ছে।’
জেলা ছাত্রলীগ নেতা ও কয়রা উপজেলা ছাত্রলীগের নির্বাচনী কার্যক্রম মনিটরিং কমিটির সমন্বয়ক মো. আবু সাঈদ খান বলেন, শেখ হাসিনার পুঁজি হচ্ছে উন্নয়ন। আর বিএনপি-জামায়াতের পুঁজি মিথ্যাচার। উন্নয়নের জোয়ারে বিএনপি-জামায়াতের মিথ্যার রাজনীতি চিরতরে বিলীন হয়ে যাবে। আগামী ৩০ ডিসেম্বর জনগণ শেখ হাসিনার পক্ষে থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।