সুনামগঞ্জ-৪
জাপার ভরসা আ.লীগের ভোট পুনরুদ্ধারের চেষ্টায় বিএনপি
সুনামগঞ্জ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনকে। বিগত চারটি সংসদ নির্বাচনে যে দলের প্রার্থী এখান থেকে বিজয়ী হয়েছেন, তারাই সরকার গঠন করেছেন। একাদশ সংসদ নির্বাচন ঘিরে আসনটিতে চলছে ভোটের নতুন হিসাব। মহাজোট মনোনীত জাতীয় পার্টির (জাপা) প্রার্থীকে নির্ভর করতে হচ্ছে আওয়ামী লীগের ভোটের ওপর। অন্যদিকে আসন ফিরে পেতে একজোট হয়ে মাঠে নেমেছেন বিএনপি নেতারা। গত দুটি সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিলেন না। এবারও মহাজোটের শরিক জাপাকে আসনটি ছেড়ে দিয়েছেন তারা। লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন পীর ফজলুর রহমান মিসবাহ। একসময় আসনটিতে জাপার ভোটব্যাংক থাকলেও এখন সেই অবস্থা নেই। জাপার প্রার্থীকে জয়ের জন্য ভরসা করতে হচ্ছে আওয়ামী লীগের ভোটের ওপর। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা সেভাবে সহযোগিতা না করায় ভোট পাওয়া নিয়ে সংশয় রয়েছে মিসবাহর।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া দুই প্রার্থী মিসবাহের পক্ষে দায়সারাভাবে প্রচার চালাচ্ছেন। আওয়ামী লীগের একটি অংশও দলীয় প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় মহাজোটের প্রার্থীর পক্ষে প্রচারে নামছেন না। তবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ বলেন, ‘মহাজোটের প্রার্থী হিসেবে পীর ফজলুর রহমান মিসবাহর পক্ষে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি।’
শেয়ার করুন
সুনামগঞ্জ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনকে। বিগত চারটি সংসদ নির্বাচনে যে দলের প্রার্থী এখান থেকে বিজয়ী হয়েছেন, তারাই সরকার গঠন করেছেন। একাদশ সংসদ নির্বাচন ঘিরে আসনটিতে চলছে ভোটের নতুন হিসাব। মহাজোট মনোনীত জাতীয় পার্টির (জাপা) প্রার্থীকে নির্ভর করতে হচ্ছে আওয়ামী লীগের ভোটের ওপর। অন্যদিকে আসন ফিরে পেতে একজোট হয়ে মাঠে নেমেছেন বিএনপি নেতারা। গত দুটি সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিলেন না। এবারও মহাজোটের শরিক জাপাকে আসনটি ছেড়ে দিয়েছেন তারা। লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন পীর ফজলুর রহমান মিসবাহ। একসময় আসনটিতে জাপার ভোটব্যাংক থাকলেও এখন সেই অবস্থা নেই। জাপার প্রার্থীকে জয়ের জন্য ভরসা করতে হচ্ছে আওয়ামী লীগের ভোটের ওপর। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা সেভাবে সহযোগিতা না করায় ভোট পাওয়া নিয়ে সংশয় রয়েছে মিসবাহর।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া দুই প্রার্থী মিসবাহের পক্ষে দায়সারাভাবে প্রচার চালাচ্ছেন। আওয়ামী লীগের একটি অংশও দলীয় প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় মহাজোটের প্রার্থীর পক্ষে প্রচারে নামছেন না। তবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ বলেন, ‘মহাজোটের প্রার্থী হিসেবে পীর ফজলুর রহমান মিসবাহর পক্ষে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি।’