গাজীপুর-৪
প্রচারে পিছিয়ে নেই ‘ছোট’ দলগুলোও
গাজীপুর প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে শুরু থেকেই প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বিরোধী দলগুলোর প্রার্থী-সমর্থকদের প্রচারে বাধার কিছু অভিযোগ থাকলেও মাঠে নামতে পারছেন তারা। আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বাকি দলগুলোর প্রার্থীদের প্রচার চলছে জোরেশোরেই।
অন্যান্যবারের মতো এবারও এই আসনে নৌকা ও ধানের শীষের মধ্যে মূল লড়াই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। নিজস্ব ভোটব্যাংক ছাড়াও দুই দলের প্রার্থীই রাজনৈতিক পরিবারের। এই আসনে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে। ছোট ভাই সোহেল তাজ সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করলে ২০১৩ সালে উপনির্বাচনে তিনি এ আসনে বিজয়ী হন। ২০১৪ সালে পুনরায় নির্বাচিত হওয়ার পর তৃতীয়বারের মতো এই আসনে লড়ছেন রিমি। জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে মনোনয়ন পাওয়া বিএনপির শাহ রিয়াজুল হান্নান সংসদ নির্বাচনে নতুন মুখ। তিনি বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহর ছেলে। এ আসনে আরো পাঁচ প্রার্থী রয়েছেন।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে শুরু থেকেই প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বিরোধী দলগুলোর প্রার্থী-সমর্থকদের প্রচারে বাধার কিছু অভিযোগ থাকলেও মাঠে নামতে পারছেন তারা। আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বাকি দলগুলোর প্রার্থীদের প্রচার চলছে জোরেশোরেই।
অন্যান্যবারের মতো এবারও এই আসনে নৌকা ও ধানের শীষের মধ্যে মূল লড়াই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। নিজস্ব ভোটব্যাংক ছাড়াও দুই দলের প্রার্থীই রাজনৈতিক পরিবারের। এই আসনে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে। ছোট ভাই সোহেল তাজ সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করলে ২০১৩ সালে উপনির্বাচনে তিনি এ আসনে বিজয়ী হন। ২০১৪ সালে পুনরায় নির্বাচিত হওয়ার পর তৃতীয়বারের মতো এই আসনে লড়ছেন রিমি। জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে মনোনয়ন পাওয়া বিএনপির শাহ রিয়াজুল হান্নান সংসদ নির্বাচনে নতুন মুখ। তিনি বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহর ছেলে। এ আসনে আরো পাঁচ প্রার্থী রয়েছেন।