হিলিতে বড়দিন উদযাপিত
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং শান্তির বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হিলির ছাতনি চারমাথা মোড়ে অবস্থিত প্রেরিত শিষ্য সাধু যোহনের জামতুলী গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন পাঁচবিবির পাথরঘাটা ক্যাথলিক মিশনের ফাদার জাকারিয়াস মার্ডি। উৎসবমুখর পরিবেশে চলে প্রার্থনা, এতে খ্রিস্টান সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এর আগে মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধি, পাপমুক্তি, মঙ্গল ও করুণা কামনা করা হয়।
বড়দিন উপলক্ষে রঙিন কাগজ ও ফুল দিয়ে জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয় গির্জাকে। এ ছাড়াও কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চলের খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন।
এদিকে বড়দিন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সাংসদ শিবলী সাদিকের পক্ষে উপজেলা আওয়ামী লীগের একটি দল জামতলী গির্জায় উপস্থিত হয়ে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেখানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুনসহ নেতাকর্মী ও পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং শান্তির বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হিলির ছাতনি চারমাথা মোড়ে অবস্থিত প্রেরিত শিষ্য সাধু যোহনের জামতুলী গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন পাঁচবিবির পাথরঘাটা ক্যাথলিক মিশনের ফাদার জাকারিয়াস মার্ডি। উৎসবমুখর পরিবেশে চলে প্রার্থনা, এতে খ্রিস্টান সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এর আগে মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধি, পাপমুক্তি, মঙ্গল ও করুণা কামনা করা হয়।
বড়দিন উপলক্ষে রঙিন কাগজ ও ফুল দিয়ে জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয় গির্জাকে। এ ছাড়াও কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চলের খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন।
এদিকে বড়দিন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সাংসদ শিবলী সাদিকের পক্ষে উপজেলা আওয়ামী লীগের একটি দল জামতলী গির্জায় উপস্থিত হয়ে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেখানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুনসহ নেতাকর্মী ও পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।