কুমিল্লা-১০
‘প্রাণভয়ে’ প্রচার বন্ধের সিদ্ধান্ত
কুমিল্লা প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
‘নেতাকর্মীদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে’ কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনের বিএনপির প্রার্থী কারাবন্দি মনিরুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগ ও প্রচার না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার মেয়ে ও প্রধান নির্বাচনী এজেন্ট ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কারাবন্দি মনিরুলের পক্ষে গতকাল বৃহস্পতিবার তার সদর দক্ষিণ উপজেলার নোয়াগ্রামের বাসভবনে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সংবাদ সম্মেলনে সায়মা ফেরদৌস বলেন, গত দুই সপ্তাহে এ আসনের তিন উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ভৌতিক অভিযোগে প্রায় অর্ধশত মামলা হয়েছে। বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অনেক বাড়িঘর ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে; চালানো হয়েছে লুটপাট। বিএনপি সমর্থকদের দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে। ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী ব্যক্তি এবং আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মী ও এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। এতে অনেক নেতাকর্মী এলাকা ছেড়ে পালিয়েছে।
ড. সায়মা বলেন, তার বাবার নির্দেশ অনুযায়ী দলের নেতাকর্মীদের জীবন রক্ষা ও বাড়িঘরসহ মালামালের ক্ষতির বিষয়টি চিন্তা করে আনুষ্ঠানিকভাবে গণসংযোগসহ নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেয়ার করুন
কুমিল্লা প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

‘নেতাকর্মীদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে’ কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনের বিএনপির প্রার্থী কারাবন্দি মনিরুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগ ও প্রচার না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার মেয়ে ও প্রধান নির্বাচনী এজেন্ট ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কারাবন্দি মনিরুলের পক্ষে গতকাল বৃহস্পতিবার তার সদর দক্ষিণ উপজেলার নোয়াগ্রামের বাসভবনে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সংবাদ সম্মেলনে সায়মা ফেরদৌস বলেন, গত দুই সপ্তাহে এ আসনের তিন উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ভৌতিক অভিযোগে প্রায় অর্ধশত মামলা হয়েছে। বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অনেক বাড়িঘর ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে; চালানো হয়েছে লুটপাট। বিএনপি সমর্থকদের দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে। ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী ব্যক্তি এবং আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মী ও এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। এতে অনেক নেতাকর্মী এলাকা ছেড়ে পালিয়েছে।
ড. সায়মা বলেন, তার বাবার নির্দেশ অনুযায়ী দলের নেতাকর্মীদের জীবন রক্ষা ও বাড়িঘরসহ মালামালের ক্ষতির বিষয়টি চিন্তা করে আনুষ্ঠানিকভাবে গণসংযোগসহ নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।