ভোটারদের টাকা বিতরণ
গাইবান্ধায় ৭ জামায়াত-বিএনপি কর্মীর কারাদণ্ড
গাইবান্ধা প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিতরণের সময় নাশকতা মামলার আসামিসহ গ্রেপ্তার জামায়াত-বিএনপির সাত কর্মীকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বুধবার রাতে গাইবান্ধার সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এম এম আশিক রেজা এই রায় দেন।
ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নের কাউয়াবাদা চর থেকে দুপুরে ২০ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেনÑ মজিবর রহমান (৬৫), নুরুল ইসলাম (৬৫), ছকু মিয়া (৫৬), আনারুল হক (৪৫), নাজমুল ইসলাম (২২), সাইফুল ইসলাম (১৮) ও রাহুল মিয়া (১৬)। তাদের বাড়ি সদর উপজেলার সাহাপাড়াসহ বিভিন্ন ইউনিয়নে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এম এম আশিক রেজা দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’
পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, তাদের মধ্যে ২০১৫ সালে সদর উপজেলার তুলসীঘাটে চলন্তবাসে পেট্রলবোমা হামলা মামলার দুজন আসামিও আছেন।
শেয়ার করুন
গাইবান্ধা প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিতরণের সময় নাশকতা মামলার আসামিসহ গ্রেপ্তার জামায়াত-বিএনপির সাত কর্মীকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বুধবার রাতে গাইবান্ধার সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এম এম আশিক রেজা এই রায় দেন।
ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নের কাউয়াবাদা চর থেকে দুপুরে ২০ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেনÑ মজিবর রহমান (৬৫), নুরুল ইসলাম (৬৫), ছকু মিয়া (৫৬), আনারুল হক (৪৫), নাজমুল ইসলাম (২২), সাইফুল ইসলাম (১৮) ও রাহুল মিয়া (১৬)। তাদের বাড়ি সদর উপজেলার সাহাপাড়াসহ বিভিন্ন ইউনিয়নে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এম এম আশিক রেজা দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’
পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, তাদের মধ্যে ২০১৫ সালে সদর উপজেলার তুলসীঘাটে চলন্তবাসে পেট্রলবোমা হামলা মামলার দুজন আসামিও আছেন।