বিএনপি প্রার্থীর আপত্তি, ভোটে থাকতে পারছে না তিন প্রতিষ্ঠান
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ভোট গ্রহণে তিনটি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অংশগ্রহণের বিষয়ে আপত্তি জানিয়েছেন বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজাম। এর পরিপ্রেক্ষিতে এ দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।
বাদ পড়া প্রতিষ্ঠানগুলো হলো হাইলধর বশিরুজ্জমান স্মৃতি শিক্ষা কেন্দ্র, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাবা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু বাদপড়া প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা। এ কারণে বিএনপি প্রার্থী সরওয়ার এসব প্রতিষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জানান। পরে ইসি এগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
শেয়ার করুন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ভোট গ্রহণে তিনটি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অংশগ্রহণের বিষয়ে আপত্তি জানিয়েছেন বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজাম। এর পরিপ্রেক্ষিতে এ দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।
বাদ পড়া প্রতিষ্ঠানগুলো হলো হাইলধর বশিরুজ্জমান স্মৃতি শিক্ষা কেন্দ্র, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাবা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু বাদপড়া প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা। এ কারণে বিএনপি প্রার্থী সরওয়ার এসব প্রতিষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জানান। পরে ইসি এগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
শেয়ার করুন