ভোটের দায়িত্ব ২ আনসার কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
নরসিংদী প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নরসিংদীর মনোহরদী উপজেলায় নির্বাচনী দায়িত্ব দেওয়ার নামে আনসার ও ভিডিপি সদস্যদের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে এর কর্মকর্তা বিভূতি ভূষণ প্রামাণিক এবং প্রশিক্ষক নাজমুল হাসানের বিরুদ্ধে। উপজেলা আনসার ও ভিডিপি সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ১২ জন করে আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সে হিসাবে মনোহরদী উপজেলায় ৯৬টি কেন্দ্রে এক হাজার ৫২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গোতাশিয়া ইউনিয়নের এক নারী আনসার সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আমার এলাকার দলনেতার কাছে সাতশ’ টাকা অগ্রিম জমা দিয়েছি।’
কাচিকাটা ইউনিয়ন আনসার দলনেতা শহিদুল্লাহ বলেন, ‘ইউনিয়নে ১২০ জন সদস্যদের থেকে সাতশ টাকা করে তুলে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিয়েছি।’
ভিডিপির এক ইউনিয়ন নারী দলনেতা দুঃখ প্রকাশ করে দেশ রূপান্তরকে বলেন, ‘দায়িত্বের আশায় ধারদেনা করে দাবিকৃত টাকা জমা দেন নিরীহ আনসার সদস্যরা। গরিব সদস্যদের কাছ থেকে পাঁচশ থেকে সাতশ টাকা আদায় করতে খুব কষ্ট লাগে। তারপরও অফিসারদের মন রক্ষায় এসব টাকা তুলতে হয়।’
এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নাজমুল হাসানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। তবে কর্মকর্তা বিভূতি ভূষণ প্রামাণিক দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের কাছ থেকে কোনো প্রকার উৎকোচ গ্রহণ করা হয়নি। আমার নাম ব্যবহার করে কেউ অর্থ আদায় করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট সাইফুদ্দিন বলেন, নির্বাচনে স্থানীয় সবাই দায়িত্ব পালন করতে চায়। যারা দায়িত্ব পায় না তারা দুর্নাম ছড়ায়। আমার মনে হয় না অভিযোগটি সঠিক। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কর্মরত থাকাকালীন নির্বাচন এবং দুর্গাপূজায় দায়িত্ব দেওয়ার নামে আনসার ও ভিডিপি সদস্যদের থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ উঠেছিল নাজমুল হাসানের বিরুদ্ধে।
শেয়ার করুন
নরসিংদী প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নরসিংদীর মনোহরদী উপজেলায় নির্বাচনী দায়িত্ব দেওয়ার নামে আনসার ও ভিডিপি সদস্যদের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে এর কর্মকর্তা বিভূতি ভূষণ প্রামাণিক এবং প্রশিক্ষক নাজমুল হাসানের বিরুদ্ধে। উপজেলা আনসার ও ভিডিপি সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ১২ জন করে আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সে হিসাবে মনোহরদী উপজেলায় ৯৬টি কেন্দ্রে এক হাজার ৫২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গোতাশিয়া ইউনিয়নের এক নারী আনসার সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আমার এলাকার দলনেতার কাছে সাতশ’ টাকা অগ্রিম জমা দিয়েছি।’
কাচিকাটা ইউনিয়ন আনসার দলনেতা শহিদুল্লাহ বলেন, ‘ইউনিয়নে ১২০ জন সদস্যদের থেকে সাতশ টাকা করে তুলে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিয়েছি।’
ভিডিপির এক ইউনিয়ন নারী দলনেতা দুঃখ প্রকাশ করে দেশ রূপান্তরকে বলেন, ‘দায়িত্বের আশায় ধারদেনা করে দাবিকৃত টাকা জমা দেন নিরীহ আনসার সদস্যরা। গরিব সদস্যদের কাছ থেকে পাঁচশ থেকে সাতশ টাকা আদায় করতে খুব কষ্ট লাগে। তারপরও অফিসারদের মন রক্ষায় এসব টাকা তুলতে হয়।’
এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নাজমুল হাসানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। তবে কর্মকর্তা বিভূতি ভূষণ প্রামাণিক দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের কাছ থেকে কোনো প্রকার উৎকোচ গ্রহণ করা হয়নি। আমার নাম ব্যবহার করে কেউ অর্থ আদায় করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট সাইফুদ্দিন বলেন, নির্বাচনে স্থানীয় সবাই দায়িত্ব পালন করতে চায়। যারা দায়িত্ব পায় না তারা দুর্নাম ছড়ায়। আমার মনে হয় না অভিযোগটি সঠিক। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কর্মরত থাকাকালীন নির্বাচন এবং দুর্গাপূজায় দায়িত্ব দেওয়ার নামে আনসার ও ভিডিপি সদস্যদের থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ উঠেছিল নাজমুল হাসানের বিরুদ্ধে।