চাঁদপুরে ৪০ শতাংশ কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’
চাঁদপুর প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। বহুল প্রতীক্ষিত এ নির্বাচনে চাঁদপুরের পাঁচ আসনের ৬৭৮টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এসব কেন্দ্রের মধ্যে ৪০ শতাংশ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এডিএম জানান, জেলায় ১ হাজার ৬০০ পুলিশ ও ১০ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে থাকবে পুলিশের একটি করে মোবাইল টিম। এছাড়াও আট উপজেলার প্রতিটিতে দুই প্লাটুন সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে। র্যাবের একটি টিম সার্বক্ষণিক দায়িত্বও পালন করবে। তিনি আরো জানান, ঝুঁকিপূর্ণগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বেশিসংখ্যক সদস্য মোতায়েন করা হবে।
আবদুল্লাহ জামান জানান, নির্বাচনে ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও ৬৭৮ জন প্রিসাইডিং অফিসার, ৩ হাজার ৭৭৫ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৩৫৬ জন পোলিং অফিসার থাকবেন। চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মাজেদুর রহমান বলেন, এরই মধ্যে চাঁদপুরে পাঁচটি আসনের ব্যালট পেপারসহ নির্বাচনের সব ধরনের সরঞ্জাম পৌঁছেছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনার জন্য প্রশাসন তৎপর রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশি নজরদারি থাকবে।
শেয়ার করুন
চাঁদপুর প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। বহুল প্রতীক্ষিত এ নির্বাচনে চাঁদপুরের পাঁচ আসনের ৬৭৮টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এসব কেন্দ্রের মধ্যে ৪০ শতাংশ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এডিএম জানান, জেলায় ১ হাজার ৬০০ পুলিশ ও ১০ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে থাকবে পুলিশের একটি করে মোবাইল টিম। এছাড়াও আট উপজেলার প্রতিটিতে দুই প্লাটুন সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে। র্যাবের একটি টিম সার্বক্ষণিক দায়িত্বও পালন করবে। তিনি আরো জানান, ঝুঁকিপূর্ণগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বেশিসংখ্যক সদস্য মোতায়েন করা হবে।
আবদুল্লাহ জামান জানান, নির্বাচনে ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও ৬৭৮ জন প্রিসাইডিং অফিসার, ৩ হাজার ৭৭৫ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৩৫৬ জন পোলিং অফিসার থাকবেন। চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মাজেদুর রহমান বলেন, এরই মধ্যে চাঁদপুরে পাঁচটি আসনের ব্যালট পেপারসহ নির্বাচনের সব ধরনের সরঞ্জাম পৌঁছেছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনার জন্য প্রশাসন তৎপর রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশি নজরদারি থাকবে।