স্বেচ্ছাসেবক দল নেতার বাসা থেকে পোলিং অফিসার আটক
চট্টগ্রাম ব্যুরো | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
চট্টগ্রামের বাকলিয়ায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাসা থেকে এক পোলিং অফিসারকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে মফিজুল ইসলামকে (৩৪) নগরীর বাকলিয়া বৌবাজার থেকে আটক করা হয়। তিনি নগরীর কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং অফিসারের দায়িত্ব পেয়েছিলেন।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, দুপুরে বাকলিয়ার বৌবাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজের বাসা থেকে পোলিং অফিসার মফিজুলকে আটক করা হয়েছে। তিনি জানান, আটক মফিজুল ইসলাম পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শাখার নন-এমপিওভুক্ত শিক্ষক। কুমিল্লার মুরাদনগর উপজেলার ফরিদ মিয়ার ছেলে মফিজুল বাকলিয়ায় বৌবাজারে ভাড়া বাসায় থাকেন।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

চট্টগ্রামের বাকলিয়ায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাসা থেকে এক পোলিং অফিসারকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে মফিজুল ইসলামকে (৩৪) নগরীর বাকলিয়া বৌবাজার থেকে আটক করা হয়। তিনি নগরীর কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং অফিসারের দায়িত্ব পেয়েছিলেন।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, দুপুরে বাকলিয়ার বৌবাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজের বাসা থেকে পোলিং অফিসার মফিজুলকে আটক করা হয়েছে। তিনি জানান, আটক মফিজুল ইসলাম পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শাখার নন-এমপিওভুক্ত শিক্ষক। কুমিল্লার মুরাদনগর উপজেলার ফরিদ মিয়ার ছেলে মফিজুল বাকলিয়ায় বৌবাজারে ভাড়া বাসায় থাকেন।
শেয়ার করুন