পঞ্চগড়-১ আসন
সরে দাঁড়ালেন জাপা প্রার্থী সালেক
পঞ্চগড় প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মো. মজাহারুল হক প্রধানকে সমর্থন জানিয়ে শেষমুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আবু সালেক। গত শুক্রবার রাত ১০টার দিকে জেলার ছায়াছন্দ সিনেমা হলের দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নৌকার প্রার্থীসহ নেতাকর্মীরা।
আবু সালেক বলেন, আমি নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এ সময় তিনি জাতীয় পার্টির সব সদস্য ও ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ারও আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা আব্বাস আলী, আবু বকর ছিদ্দিক, সফিকুল ইসলাম, মকলেছার রহমান মিন্টু, শুবেন শর্মা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির আর ‘হুক্কা’ প্রতীক নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আল রাশেদ প্রধান ভোটের মাঠে আছেন।
শেয়ার করুন
পঞ্চগড় প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মো. মজাহারুল হক প্রধানকে সমর্থন জানিয়ে শেষমুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আবু সালেক। গত শুক্রবার রাত ১০টার দিকে জেলার ছায়াছন্দ সিনেমা হলের দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নৌকার প্রার্থীসহ নেতাকর্মীরা।
আবু সালেক বলেন, আমি নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এ সময় তিনি জাতীয় পার্টির সব সদস্য ও ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ারও আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা আব্বাস আলী, আবু বকর ছিদ্দিক, সফিকুল ইসলাম, মকলেছার রহমান মিন্টু, শুবেন শর্মা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির আর ‘হুক্কা’ প্রতীক নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আল রাশেদ প্রধান ভোটের মাঠে আছেন।