সোনাগাজীতে আগ্নেয়াস্ত্র উদ্ধার
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ফেনীর সোনাগাজীতে বিএনপির এক নেতার বাড়ির পাশ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। র্যাব-৭ ফেনী ক্যাম্পের এএসপি নূরুজ্জামান গতকাল শনিবার দুপুরে র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
এএসপি নূরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতের্ রাবের একটি দল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সোনাগাজী পৌরসভার চরচান্দিয়া মহল্লায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রগুলো রেখে পালিয়ে যায়। এ সময় ৫টি বিদেশি পিস্তল, ২টি শটগান, ১টি ওয়ান শুটারগান, ২টি বিদেশি রিভালবার, ৩৮টি গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযান অব্যাহত থাকায় বিএনপির ওই নেতার নাম প্রকাশ করেননি তিনি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ওই নেতার নামসহ এ ব্যাপারে বিস্তারিত পরে জানাবেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
তিনি আরো বলেন, নির্বাচন ভুল করতে সন্ত্রাসী গ্রুপ অস্ত্রগুলো নিয়ে জড়ো হয়েছিল।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে র্যাব অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে।
শেয়ার করুন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ফেনীর সোনাগাজীতে বিএনপির এক নেতার বাড়ির পাশ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। র্যাব-৭ ফেনী ক্যাম্পের এএসপি নূরুজ্জামান গতকাল শনিবার দুপুরে র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
এএসপি নূরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতের্ রাবের একটি দল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সোনাগাজী পৌরসভার চরচান্দিয়া মহল্লায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রগুলো রেখে পালিয়ে যায়। এ সময় ৫টি বিদেশি পিস্তল, ২টি শটগান, ১টি ওয়ান শুটারগান, ২টি বিদেশি রিভালবার, ৩৮টি গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযান অব্যাহত থাকায় বিএনপির ওই নেতার নাম প্রকাশ করেননি তিনি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ওই নেতার নামসহ এ ব্যাপারে বিস্তারিত পরে জানাবেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
তিনি আরো বলেন, নির্বাচন ভুল করতে সন্ত্রাসী গ্রুপ অস্ত্রগুলো নিয়ে জড়ো হয়েছিল।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে র্যাব অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে।