পঞ্চগড়ের ১২৩ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছে বিএনপি
পঞ্চগড় প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
পঞ্চগড়-১ (তেঁতুলিয়া-সদর-আটোয়ারী) ও পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের ২৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৩টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ মনে করছেন বিএনপি প্রার্থীরা। গত শুক্রবার বিকেলে পঞ্চগড়-১ আসনের ১৫৫টি কেন্দ্রের মধ্যে ৭৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ব্যারিস্টার নওশাদ জমির ও পঞ্চগড়-২ আসনের ১৩১টি আসনের মধ্যে ৪৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ফরহাদ হোসেন আজাদ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তালিকা জমা দেন। দুই প্রার্থী আবেদনে জানান, পঞ্চগড়-১ আসনে সুষ্ঠু নির্বাচনে জন্য ওই ১২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন তারা। এর মধ্যে সদর উপজেলার ৪৮টি, আটোয়ারী উপজেলার ১৫টি ও তেঁতুলিয়া উপজেলার ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়। এ ছাড়া পঞ্চগড়-২ আসনের ১৩১টি ভোট কেন্দ্রের মধ্যে বোদা উপজেলার ২৩টি ও দেবীগঞ্জ উপজেলার ২৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তবে কেন ওই কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করছেন সে বিষয়ে আবেদনপত্রে কিছু বলা হয়নি। এদিকে, জেলার ২৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে কোনোটিকেই ঝুঁকিপূর্ণ মনে করছে না পুলিশ। তবে ১৬৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শেয়ার করুন
পঞ্চগড় প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

পঞ্চগড়-১ (তেঁতুলিয়া-সদর-আটোয়ারী) ও পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের ২৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৩টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ মনে করছেন বিএনপি প্রার্থীরা। গত শুক্রবার বিকেলে পঞ্চগড়-১ আসনের ১৫৫টি কেন্দ্রের মধ্যে ৭৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ব্যারিস্টার নওশাদ জমির ও পঞ্চগড়-২ আসনের ১৩১টি আসনের মধ্যে ৪৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ফরহাদ হোসেন আজাদ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তালিকা জমা দেন। দুই প্রার্থী আবেদনে জানান, পঞ্চগড়-১ আসনে সুষ্ঠু নির্বাচনে জন্য ওই ১২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন তারা। এর মধ্যে সদর উপজেলার ৪৮টি, আটোয়ারী উপজেলার ১৫টি ও তেঁতুলিয়া উপজেলার ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়। এ ছাড়া পঞ্চগড়-২ আসনের ১৩১টি ভোট কেন্দ্রের মধ্যে বোদা উপজেলার ২৩টি ও দেবীগঞ্জ উপজেলার ২৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তবে কেন ওই কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করছেন সে বিষয়ে আবেদনপত্রে কিছু বলা হয়নি। এদিকে, জেলার ২৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে কোনোটিকেই ঝুঁকিপূর্ণ মনে করছে না পুলিশ। তবে ১৬৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।