আনোয়ারায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রাম ব্যুরো | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের পোশাক শ্রমিকবাহী দুটি বাসের মধ্যে সংঘর্ষে তিন শ্রমিক নিহত ও অন্তত ৩২ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষ্যদর্শী ও আহতরা জানিয়েছেন। গতকাল শনিবার সকালে ইপিজেডের কর্ণফুলী শু ইন্ডাস্ট্রিজের (কেএসআই) সামনে এ ঘটনার পর তিনটি গাড়িতে আগুন দিয়েছে শ্রমিকরা। নিহতরা হলেন আবদুল লতিফ (৪৫), ইরফান (২৮) ও রাজিয়া সুলতানা (২৫)। লতিফ ওই কারখানার ১৫ নম্বর কাটিং সেকশনের চিফ, তার বাড়ি নরসিংদী জেলায়। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষ্যদর্শীদের উদ্ধৃত করে এএসআই আলাউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, কেএসআইয়ের সামনে শ্রমিকরা গাড়ি থেকে নামার সময় একটি বাস শ্রমিকদের ওপর উঠে গেলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান লতিফ। গুরুতর আহত ৩২ জনকে হাসপাতালে নেওয়ার পথে রাজিয়া ও ইরফানের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. মজিবুর রহমান জানান, এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি বাসে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গেলেও আগুন নেভাতে দেননি শ্রমিকরা।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের পোশাক শ্রমিকবাহী দুটি বাসের মধ্যে সংঘর্ষে তিন শ্রমিক নিহত ও অন্তত ৩২ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষ্যদর্শী ও আহতরা জানিয়েছেন। গতকাল শনিবার সকালে ইপিজেডের কর্ণফুলী শু ইন্ডাস্ট্রিজের (কেএসআই) সামনে এ ঘটনার পর তিনটি গাড়িতে আগুন দিয়েছে শ্রমিকরা। নিহতরা হলেন আবদুল লতিফ (৪৫), ইরফান (২৮) ও রাজিয়া সুলতানা (২৫)। লতিফ ওই কারখানার ১৫ নম্বর কাটিং সেকশনের চিফ, তার বাড়ি নরসিংদী জেলায়। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষ্যদর্শীদের উদ্ধৃত করে এএসআই আলাউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, কেএসআইয়ের সামনে শ্রমিকরা গাড়ি থেকে নামার সময় একটি বাস শ্রমিকদের ওপর উঠে গেলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান লতিফ। গুরুতর আহত ৩২ জনকে হাসপাতালে নেওয়ার পথে রাজিয়া ও ইরফানের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. মজিবুর রহমান জানান, এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি বাসে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গেলেও আগুন নেভাতে দেননি শ্রমিকরা।