নাটোরে ঝুঁকিপূর্ণ ১৫০ কেন্দ্র
নাটোর প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নাটোরের চারটি আসনের মোট ৫৬৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫০টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই কেন্দ্রগুলো ঘিরে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) ও ২ (সদর-নলডাঙ্গা) আসনে বেশি সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ‘প্রথমে ১৫০টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরে তদন্ত শেষে ৫০টিকে অতি ঝুঁকিপূর্ণ ও বাকিগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। শহরে টহলের সংখ্যা কমিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হবে। ওই কেন্দ্রগুলো ঘিরে থাকবে বাড়তি নজরদারি।’
নাটোর-১ আসনে ৩৪টি, নাটোর-২ আসনে ৪২, নাটোর-৩ (সিংড়া) আসনে ৩০ ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ৪৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে। এর মধ্যে নাটোর-১ ও ২ আসনের মোট ৩০টি কেন্দ্রে বেশি সহিংসতার ঝুঁকি রয়েছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, একটি ভোটকেন্দ্রের জন্য সাধারণত ১০ জন আনসার সদস্য, অস্ত্রধারী দুইজন পুলিশ ও একজন গ্রাম পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রধারী পুলিশের পাশাপাশি বেশি সংখ্যক আনসার সদস্য থাকবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের আসনগুলোতে ১৪ প্লাটুন বিজিবি, ৫১৪ জন সেনা সদস্য, ১ হাজার ২৮৫ পুলিশ সদস্য, ৬ হাজার ৭৯২ আনসার সদস্য ও ১০০ জন র্যাব সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটজন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
শেয়ার করুন
নাটোর প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নাটোরের চারটি আসনের মোট ৫৬৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫০টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই কেন্দ্রগুলো ঘিরে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) ও ২ (সদর-নলডাঙ্গা) আসনে বেশি সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ‘প্রথমে ১৫০টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরে তদন্ত শেষে ৫০টিকে অতি ঝুঁকিপূর্ণ ও বাকিগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। শহরে টহলের সংখ্যা কমিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হবে। ওই কেন্দ্রগুলো ঘিরে থাকবে বাড়তি নজরদারি।’
নাটোর-১ আসনে ৩৪টি, নাটোর-২ আসনে ৪২, নাটোর-৩ (সিংড়া) আসনে ৩০ ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ৪৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে। এর মধ্যে নাটোর-১ ও ২ আসনের মোট ৩০টি কেন্দ্রে বেশি সহিংসতার ঝুঁকি রয়েছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, একটি ভোটকেন্দ্রের জন্য সাধারণত ১০ জন আনসার সদস্য, অস্ত্রধারী দুইজন পুলিশ ও একজন গ্রাম পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রধারী পুলিশের পাশাপাশি বেশি সংখ্যক আনসার সদস্য থাকবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের আসনগুলোতে ১৪ প্লাটুন বিজিবি, ৫১৪ জন সেনা সদস্য, ১ হাজার ২৮৫ পুলিশ সদস্য, ৬ হাজার ৭৯২ আনসার সদস্য ও ১০০ জন র্যাব সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটজন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।