বাঘাইছড়িতে ৫ ছাত্রলীগ নেতাকর্মীকে কুপিয়ে জখম
রাঙ্গামাটি প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. পারভেজ (২৩), সাকিব (২২) জীবন (১৯), সাধারণ সম্পাদক খোকন (২৫) ও ছাত্রলীগকর্মী মোস্তফা এমরান। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল চৌধুরী জানান, শুক্রবার রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্বাচনী কার্যালয়ে যাওয়ার পথে তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন যুবদলের স্থানীয় নেতা মো ফারুক ও মঈনুদ্দীন বাবুলের নেতৃত্বে যুবদল কর্মীরা। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র ও রড নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে ওই পাঁচজন আহত হন। তিনি অভিযোগ করেন, জামায়াত-বিএনপির লোকজন এলাকায় ঢুকে এ সব ঘটনা ঘটাচ্ছে।
শেয়ার করুন
রাঙ্গামাটি প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. পারভেজ (২৩), সাকিব (২২) জীবন (১৯), সাধারণ সম্পাদক খোকন (২৫) ও ছাত্রলীগকর্মী মোস্তফা এমরান। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল চৌধুরী জানান, শুক্রবার রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্বাচনী কার্যালয়ে যাওয়ার পথে তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন যুবদলের স্থানীয় নেতা মো ফারুক ও মঈনুদ্দীন বাবুলের নেতৃত্বে যুবদল কর্মীরা। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র ও রড নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে ওই পাঁচজন আহত হন। তিনি অভিযোগ করেন, জামায়াত-বিএনপির লোকজন এলাকায় ঢুকে এ সব ঘটনা ঘটাচ্ছে।