ভোট বাতিল করে পুনঃতফসিল দাবি মান্নার
বগুড়া প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ফাইল ছবি
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তার নির্বাচনী এলাকার ভোট বাতিল করে পুনঃতফসিল দাবি করেছেন। গতকাল রবিবার দুপুরে বগুড়া শহরে একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন, রাত থেকেই বগুড়া-২ আসনে পুলিশ ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। আর সকালে মহাজোটের কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কজনক পরিবেশের জন্ম দেয়। এরপরও যখন জনগণ ভোট দিতে কেন্দ্রে আসতে শুরু করে, তখন পুলিশ ফাঁকা গুলি ছুড়ে জনগণকে ছত্রভঙ্গ করে দেয়, যেন কেউ ভোট দিতে না পারে। এই পরিস্থিতিতে মহাজোটের লোকজন কেন্দ্র দখল করে ভোট কেটে নেয়। তিনি বলেন, এভাবে কোনো ভোট হতে পারে না। এত অনিয়ম মেনে নেওয়া যায় না। এ কারণে এই ভোট বাতিল করে পুনঃতফসিল ঘোষণা করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে, বগুড়া জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক আবদুল বাছেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ বি এম কামাল সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
বগুড়া প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তার নির্বাচনী এলাকার ভোট বাতিল করে পুনঃতফসিল দাবি করেছেন। গতকাল রবিবার দুপুরে বগুড়া শহরে একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন, রাত থেকেই বগুড়া-২ আসনে পুলিশ ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। আর সকালে মহাজোটের কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কজনক পরিবেশের জন্ম দেয়। এরপরও যখন জনগণ ভোট দিতে কেন্দ্রে আসতে শুরু করে, তখন পুলিশ ফাঁকা গুলি ছুড়ে জনগণকে ছত্রভঙ্গ করে দেয়, যেন কেউ ভোট দিতে না পারে। এই পরিস্থিতিতে মহাজোটের লোকজন কেন্দ্র দখল করে ভোট কেটে নেয়। তিনি বলেন, এভাবে কোনো ভোট হতে পারে না। এত অনিয়ম মেনে নেওয়া যায় না। এ কারণে এই ভোট বাতিল করে পুনঃতফসিল ঘোষণা করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে, বগুড়া জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক আবদুল বাছেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ বি এম কামাল সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।