চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেন্দ্রে পুনরায় ভোটের দাবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের ১৪টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হারুনুর রশিদ। গতকাল রবিবার বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি অভিযোগ করেন, মহারাজপুর ইউনিয়নের ৯টি কেন্দ্রেই ইউপি চেয়ারম্যান এজাবুল হক বুলির নেতৃত্বে আওয়ামী লীগের মোটরসাইকেল বাহিনী কেন্দ্রে গিয়ে নৌকার পক্ষে ব্যালট পেপারে সিল মেরে জোরপুর্বক বাক্সে ঢুকিয়েছে। বেশি কারচুপির ঘটনা ঘটেছে ভগবানপুর কেন্দ্র ও সালিমডোলপাড়া কেন্দ্রে। এ ছাড়া চরবাগডাগা ইউনিয়নের টিপু সুলতান কলেজেও নৌকার সমর্থকরা দখলে নিয়ে ব্যাপক কারচুপি করেছে। তিনি বলেন, আমি ওই সময় কেন্দ্রে উপস্থিত ছিলাম। পরিস্থিতি খারাপ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সহায়তা নিয়ে আমাকে ওই কেন্দ্র ত্যাগ করতে হয়।’ এ দুই ইউনিয়নের ১৪টি কেন্দ্রের নির্বাচন স্থগিত চেয়ে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান তিনি। এদিকে স্বতন্ত্র প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বুলবুল বিকেলে চাঁদলাই কেন্দ্রের সামনে সাংবাদিকদের কাছে মহারাজপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের আটটি কেন্দ্রে নৌকার পক্ষে কারচুপির অভিযোগ করেন।
শেয়ার করুন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের ১৪টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হারুনুর রশিদ। গতকাল রবিবার বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি অভিযোগ করেন, মহারাজপুর ইউনিয়নের ৯টি কেন্দ্রেই ইউপি চেয়ারম্যান এজাবুল হক বুলির নেতৃত্বে আওয়ামী লীগের মোটরসাইকেল বাহিনী কেন্দ্রে গিয়ে নৌকার পক্ষে ব্যালট পেপারে সিল মেরে জোরপুর্বক বাক্সে ঢুকিয়েছে। বেশি কারচুপির ঘটনা ঘটেছে ভগবানপুর কেন্দ্র ও সালিমডোলপাড়া কেন্দ্রে। এ ছাড়া চরবাগডাগা ইউনিয়নের টিপু সুলতান কলেজেও নৌকার সমর্থকরা দখলে নিয়ে ব্যাপক কারচুপি করেছে। তিনি বলেন, আমি ওই সময় কেন্দ্রে উপস্থিত ছিলাম। পরিস্থিতি খারাপ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সহায়তা নিয়ে আমাকে ওই কেন্দ্র ত্যাগ করতে হয়।’ এ দুই ইউনিয়নের ১৪টি কেন্দ্রের নির্বাচন স্থগিত চেয়ে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান তিনি। এদিকে স্বতন্ত্র প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বুলবুল বিকেলে চাঁদলাই কেন্দ্রের সামনে সাংবাদিকদের কাছে মহারাজপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের আটটি কেন্দ্রে নৌকার পক্ষে কারচুপির অভিযোগ করেন।