যশোর-১ আসন
নির্বাচন প্রত্যাখ্যান বিএনপির প্রার্থীর
বেনাপোল প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
যশোর-১ (শার্শা) আসনের বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি গতকাল রবিবারের নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, শার্শা উপজেলার ভোটকেন্দ্রগুলো ছিল আওয়ামী লীগের দখলে।
গতকাল দুপুর ২টায় যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তিনি নিরপেক্ষ প্রশাসনের অধীনে পুনঃনির্বাচন দাবি করেন।
তৃপ্তি বলেন, গত রাতে যশোর-১ নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রে ব্যাপক বোমাবাজির ঘটনার মধ্য দিয়ে নৌকার প্রার্থীরা ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করে। সকালে ভোটাররা ভোটকেন্দ্রে গেলে তাদের জানিয়ে দেওয়া হয় ‘ভোট শেষ’। কোনো কোনো কেন্দ্রে বাধা পেরিয়ে ভোটাররা প্রবেশ করতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে বের করে দেওয়া হয়।
বিএনপি প্রার্থীর অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার কোনো মন্তব্য করতে রাজি হননি।
শেয়ার করুন
বেনাপোল প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

যশোর-১ (শার্শা) আসনের বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি গতকাল রবিবারের নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, শার্শা উপজেলার ভোটকেন্দ্রগুলো ছিল আওয়ামী লীগের দখলে।
গতকাল দুপুর ২টায় যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তিনি নিরপেক্ষ প্রশাসনের অধীনে পুনঃনির্বাচন দাবি করেন।
তৃপ্তি বলেন, গত রাতে যশোর-১ নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রে ব্যাপক বোমাবাজির ঘটনার মধ্য দিয়ে নৌকার প্রার্থীরা ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করে। সকালে ভোটাররা ভোটকেন্দ্রে গেলে তাদের জানিয়ে দেওয়া হয় ‘ভোট শেষ’। কোনো কোনো কেন্দ্রে বাধা পেরিয়ে ভোটাররা প্রবেশ করতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে বের করে দেওয়া হয়।
বিএনপি প্রার্থীর অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার কোনো মন্তব্য করতে রাজি হননি।