ভোট দেননি বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম
মুন্সীগঞ্জ প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন ভোট প্রদান থেকে বিরত ছিলেন। তিনি জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার।
বিএনপির এই প্রার্থী গতকাল রবিবার বেলা দেড়টার দিকে উপজেলার দোগাছি গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, এ আসনের সবগুলো ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশই ছিল না। এ নির্বাচন তিনি মানেন না। নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ না থাকায় নিজের ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করেননি।
বিএনপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী বলেন, বিএনপি প্রার্থী ৩৪টি ভোটকেন্দ্রে কোনো এজেন্ট দেননি। কোনো ভোটকেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শেয়ার করুন
মুন্সীগঞ্জ প্রতিনিধি | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন ভোট প্রদান থেকে বিরত ছিলেন। তিনি জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার।
বিএনপির এই প্রার্থী গতকাল রবিবার বেলা দেড়টার দিকে উপজেলার দোগাছি গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, এ আসনের সবগুলো ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশই ছিল না। এ নির্বাচন তিনি মানেন না। নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ না থাকায় নিজের ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করেননি।
বিএনপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী বলেন, বিএনপি প্রার্থী ৩৪টি ভোটকেন্দ্রে কোনো এজেন্ট দেননি। কোনো ভোটকেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।