লিটন হত্যার মূল পরিকল্পনাকারী কাদের পেলেন ১৫২৯ ভোট
গাইবান্ধা প্রতিনিধি | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আব্দুল কাদের খান পেয়েছেন ১৫২৯ ভোট। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার স্বাক্ষরিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের তালিকা থেকে এই তথ্য জানা গেছে। গত রবিবারের এই নির্বাচনে কাদের মোটরগাড়ি (কার) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে আবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মহাজোট সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী।
আব্দুল কাদের খান কারাগারে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ ও জমা দেন সমর্থক ও প্রতিবেশীরা। তিনি জাতীয় পার্টির (জাপা) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে মোটরগাড়ি (কার) প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই আসনে ১১ জন প্রার্থী ছিলেন। আব্দুল কাদের খান ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে এই আসন থেকে বিজয়ী হন। আর মনজুরুল ইসলাম লিটন ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে একই আসন থেকে বিজয়ী হন।
শেয়ার করুন
গাইবান্ধা প্রতিনিধি | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আব্দুল কাদের খান পেয়েছেন ১৫২৯ ভোট। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার স্বাক্ষরিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের তালিকা থেকে এই তথ্য জানা গেছে। গত রবিবারের এই নির্বাচনে কাদের মোটরগাড়ি (কার) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে আবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মহাজোট সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী।
আব্দুল কাদের খান কারাগারে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ ও জমা দেন সমর্থক ও প্রতিবেশীরা। তিনি জাতীয় পার্টির (জাপা) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে মোটরগাড়ি (কার) প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই আসনে ১১ জন প্রার্থী ছিলেন। আব্দুল কাদের খান ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে এই আসন থেকে বিজয়ী হন। আর মনজুরুল ইসলাম লিটন ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে একই আসন থেকে বিজয়ী হন।