সাভারে দুপক্ষের সংঘর্ষে আহত ১০
সাভার প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০
সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় উভয় পক্ষের হামলায় আহত হয়েছেন অন্তত ১০ যুবক। ঘটনা ঘটেছে সোমবার রাতে বনগাঁও ইউনিয়নের নগরকো-া বালুরমাঠ এলাকায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। আহতসহ ১৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
সাভার মডেল থানার ওসি আবদুল আউয়াল জানান, বনগাঁও ইউনিয়নের দুই দল যুবকের মধ্যে দীর্ঘদিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কোন্দল চলছিল। এরই ধারাবাহিকতায় ওই রাতে নগরকোন্ডা বালুরমাঠ এলাকায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৫ জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলার ১ থেকে ১৫ নম্বর আসামির সবাইকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
শেয়ার করুন
সাভার প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০

সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় উভয় পক্ষের হামলায় আহত হয়েছেন অন্তত ১০ যুবক। ঘটনা ঘটেছে সোমবার রাতে বনগাঁও ইউনিয়নের নগরকো-া বালুরমাঠ এলাকায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। আহতসহ ১৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
সাভার মডেল থানার ওসি আবদুল আউয়াল জানান, বনগাঁও ইউনিয়নের দুই দল যুবকের মধ্যে দীর্ঘদিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কোন্দল চলছিল। এরই ধারাবাহিকতায় ওই রাতে নগরকোন্ডা বালুরমাঠ এলাকায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৫ জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলার ১ থেকে ১৫ নম্বর আসামির সবাইকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।