মাশরাফী দম্পতির সঙ্গে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা বিনিময়
নড়াইল প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০
নড়াইল-২ আসনের নবনির্বাচিত সাংসদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও তার স্ত্রী সুমনা হক সুমি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে অগণিত ভক্তরাও মাশরাফী ও তার পরিবারকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে বড় মেয়ে হুমায়রা ও ছেলে সাহেল মোর্ত্তজাকে নিয়ে তোলা ছবি মাশরাফীর স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দিয়ে দুজনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানান। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেনÑ ‘নতুন বছর, নতুন সূচনা’। এর আগে বেলা ১১টার দিকে মাশরাফী তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিকেলে তারা ঢাকায় পৌঁছান। মাশরাফী দম্পতিকেও নড়াইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৌমেন বসু মাশরাফী পরিবারকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেনÑ এই পরিবারের কল্যাণ কাজের মাধ্যমে নড়াইলবাসীর ভাগ্যোন্নয়নে নতুন সূর্য উদিত হয়েছে বলে বিশ^াস করি। নন্দিতা চক্রবর্ত্তী, মাহফুজুর রহমান, শারমিন মৃত্তিকা, সৈয়দ মাহমুদ হাসানসহ অসংখ্য শুভাকাক্সক্ষী মাশরাফী দম্পতিকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। শিল্পী হেলেন লিখেছেন, ‘নতুনের আলো ছড়িয়ে পড়–ক সবখানে।’ শ্রাবণী নন্দী লিখেছেনÑ ‘নড়াইলবাসী একজন মন্ত্রী পেতে যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার সুমি আপু ও ভাইয়া।’
শেয়ার করুন
নড়াইল প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০

নড়াইল-২ আসনের নবনির্বাচিত সাংসদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও তার স্ত্রী সুমনা হক সুমি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে অগণিত ভক্তরাও মাশরাফী ও তার পরিবারকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে বড় মেয়ে হুমায়রা ও ছেলে সাহেল মোর্ত্তজাকে নিয়ে তোলা ছবি মাশরাফীর স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দিয়ে দুজনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানান। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেনÑ ‘নতুন বছর, নতুন সূচনা’। এর আগে বেলা ১১টার দিকে মাশরাফী তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিকেলে তারা ঢাকায় পৌঁছান। মাশরাফী দম্পতিকেও নড়াইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৌমেন বসু মাশরাফী পরিবারকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেনÑ এই পরিবারের কল্যাণ কাজের মাধ্যমে নড়াইলবাসীর ভাগ্যোন্নয়নে নতুন সূর্য উদিত হয়েছে বলে বিশ^াস করি। নন্দিতা চক্রবর্ত্তী, মাহফুজুর রহমান, শারমিন মৃত্তিকা, সৈয়দ মাহমুদ হাসানসহ অসংখ্য শুভাকাক্সক্ষী মাশরাফী দম্পতিকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। শিল্পী হেলেন লিখেছেন, ‘নতুনের আলো ছড়িয়ে পড়–ক সবখানে।’ শ্রাবণী নন্দী লিখেছেনÑ ‘নড়াইলবাসী একজন মন্ত্রী পেতে যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার সুমি আপু ও ভাইয়া।’