চাঁপাইনবাবগঞ্জে মাহেন্দ্র উল্টে কাঠমিস্ত্রির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহরাজপুরের ফিল্ডেরহাট এলাকায় গতকাল মঙ্গলবার সকালে যাত্রীবাহী মাহেন্দ্র উল্টে সাদেকুল ইসলাম নামের এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার লাগাতপাড়া গ্রামের সাইরুল শেখের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফিল্ডেরহাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ শহরগামী যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে যায়। এতে চাপা পড়ে আহত হয় সাদেকুল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।
এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শেয়ার করুন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহরাজপুরের ফিল্ডেরহাট এলাকায় গতকাল মঙ্গলবার সকালে যাত্রীবাহী মাহেন্দ্র উল্টে সাদেকুল ইসলাম নামের এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার লাগাতপাড়া গ্রামের সাইরুল শেখের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফিল্ডেরহাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ শহরগামী যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে যায়। এতে চাপা পড়ে আহত হয় সাদেকুল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।
এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শেয়ার করুন