হানিফ বললেন দণ্ডপ্রাপ্ত পলাতকদের দেশে আনা হবে
কুষ্টিয়া প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যেসব দুর্নীতিবাজ আদালতে দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক আছেন, তাদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যক্রর করার উদ্যোগ নেওয়া হবে। যারা রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, তাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া গার্লস স্কুলে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গত রবিবার অনুষ্ঠিত ভোট বাতিলের দাবির বিষয়ে হানিফ বলেন, ‘নির্বাচন বাতিলের দাবি অযৌক্তিক, অসাংবিধানিক। জনগণ উন্নয়ন অগ্রযাত্রার পক্ষে মহাজোটকে ভোট দিয়েছে। আর বিএনপি বা ঐক্যফ্রন্ট কীভাবে ভোট পাওয়ার আশা করে?
ক্ষমতায় থাকতে বা বাইরে থাকতে কোনো জনকল্যাণকর কাজ তারা করেনি। সেই কারণে জনগণ তাদের ওপর আস্থা রাখতে পারেনি। তাদের নেত্রী খালেদা জিয়া, যিনি দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছেন, এবার তারা তার মুক্তির জন্য ভোট চেয়েছেন।’ নতুন বছরের প্রথম দিনে কুষ্টিয়া জেলার ৩৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৮৯ হাজার শিক্ষার্থীর মধ্যে ৩২ লাখ ৭ হাজার নতুন বই দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, সরকারি বালিকা বিদ্যালয় ও জেলা স্কুলের প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
শেয়ার করুন
কুষ্টিয়া প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যেসব দুর্নীতিবাজ আদালতে দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক আছেন, তাদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যক্রর করার উদ্যোগ নেওয়া হবে। যারা রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, তাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া গার্লস স্কুলে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গত রবিবার অনুষ্ঠিত ভোট বাতিলের দাবির বিষয়ে হানিফ বলেন, ‘নির্বাচন বাতিলের দাবি অযৌক্তিক, অসাংবিধানিক। জনগণ উন্নয়ন অগ্রযাত্রার পক্ষে মহাজোটকে ভোট দিয়েছে। আর বিএনপি বা ঐক্যফ্রন্ট কীভাবে ভোট পাওয়ার আশা করে?
ক্ষমতায় থাকতে বা বাইরে থাকতে কোনো জনকল্যাণকর কাজ তারা করেনি। সেই কারণে জনগণ তাদের ওপর আস্থা রাখতে পারেনি। তাদের নেত্রী খালেদা জিয়া, যিনি দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছেন, এবার তারা তার মুক্তির জন্য ভোট চেয়েছেন।’ নতুন বছরের প্রথম দিনে কুষ্টিয়া জেলার ৩৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৮৯ হাজার শিক্ষার্থীর মধ্যে ৩২ লাখ ৭ হাজার নতুন বই দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, সরকারি বালিকা বিদ্যালয় ও জেলা স্কুলের প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।