সাবেক ছাত্রলীগ নেতা খুন গ্রেপ্তার ৮ জন রিমান্ডে
গাজীপুর প্রতিনিধি | ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০
নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় গাজীপুরে সাবেক ছাত্রলীগ নেতা মো. লিয়াকত হোসেন খুুুুনের ঘটনায় গ্রেপ্তার আটজনের প্রত্যেককে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর বলেন, গত রবিবার ভোটের দিন মহানগরের হাড়িনাল এলাকায় সন্ত্রাসী হামলায় কাজী আজিমউদ্দিন কলেজের সাবেক ভিপি লিয়াকত খুন হন। এ ঘটনায় আহত হন কয়েকজন। পরদিন সোমবার রাতে নিহতের বড়ভাই মো. আইয়ুব রানা বাদী হয়ে মামলা করেন। এতে ৩৪ জনের নামোল্লেখ ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে রাতে ওই আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের উপপরিদর্শক মো. আমিনুর রহমান বলেন, যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলেন সাবেক পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. হাফিজুল ইসলাম হাফিজ (৪৮), মো. ফাহিম রেজা (২১), মো. সাব্বির (২৪), সাগর চৌধুরী (১৮), মো. রাসেল (১৮), মো. মোর্শেদুল কবীর শিপন (৪২), মো. মশিউর রহমান জুয়েল (৩৮) ও আহম্মেদ হোসেন (১৮)। এর আগে গত মঙ্গলবার দুপুরে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল।
গতকাল রিমান্ড শুনানি শেষে তাদের প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০

নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় গাজীপুরে সাবেক ছাত্রলীগ নেতা মো. লিয়াকত হোসেন খুুুুনের ঘটনায় গ্রেপ্তার আটজনের প্রত্যেককে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর বলেন, গত রবিবার ভোটের দিন মহানগরের হাড়িনাল এলাকায় সন্ত্রাসী হামলায় কাজী আজিমউদ্দিন কলেজের সাবেক ভিপি লিয়াকত খুন হন। এ ঘটনায় আহত হন কয়েকজন। পরদিন সোমবার রাতে নিহতের বড়ভাই মো. আইয়ুব রানা বাদী হয়ে মামলা করেন। এতে ৩৪ জনের নামোল্লেখ ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে রাতে ওই আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের উপপরিদর্শক মো. আমিনুর রহমান বলেন, যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলেন সাবেক পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. হাফিজুল ইসলাম হাফিজ (৪৮), মো. ফাহিম রেজা (২১), মো. সাব্বির (২৪), সাগর চৌধুরী (১৮), মো. রাসেল (১৮), মো. মোর্শেদুল কবীর শিপন (৪২), মো. মশিউর রহমান জুয়েল (৩৮) ও আহম্মেদ হোসেন (১৮)। এর আগে গত মঙ্গলবার দুপুরে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল।
গতকাল রিমান্ড শুনানি শেষে তাদের প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন আদালত।