একসঙ্গে তিন সন্তান প্রসব
শেরপুর প্রতিনিধি | ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০
শেরপুরের ঝিনাইগাতীতে সোনিয়া আক্তার (২৩) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন কন্যাসন্তান প্রসব করেছেন। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার তিনানী মধ্যপাড়া গ্রামে বাবার বাড়িতে তিনি তিনটি সন্তান প্রসব করেন। সোনিয়া উপজেলার কোনাগাঁও গ্রামের মো. আমজাদ হোসাইনের স্ত্রী। দেশ রূপান্তরকে তিনি জানান, মা ও তিন সন্তান সুস্থ রয়েছে। তিনি বলেন, ‘পরপর আমার ঘরে তিনটি সন্তান ভূমিষ্ঠ হওয়ায় আমি খুব খুশি হয়েছি।’ একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়া মা সোনিয়া আক্তার বলেন, ‘আল্লাহ আমাদের ঘরে একসঙ্গে তিনটি সন্তান দান করেছেন। আমি তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’ এরই মধ্যে নবজাতক তিনজনের নামও রেখেছেন তাদের নানা মো. সেকান্দর আলী। প্রথমজনের নাম আয়েশা সিদ্দিকী, দ্বিতীয়জনের নাম রাবেয়া বসরি ও তৃতীয় সন্তানের নাম সুমাইয়া। নবজাতকদের বাবা-মা, দাদা-দাদি, নানা-নানিসহ আত্মীয়স্বজন বেজায় খুশি।
শেয়ার করুন
শেরপুর প্রতিনিধি | ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০

শেরপুরের ঝিনাইগাতীতে সোনিয়া আক্তার (২৩) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন কন্যাসন্তান প্রসব করেছেন। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার তিনানী মধ্যপাড়া গ্রামে বাবার বাড়িতে তিনি তিনটি সন্তান প্রসব করেন। সোনিয়া উপজেলার কোনাগাঁও গ্রামের মো. আমজাদ হোসাইনের স্ত্রী। দেশ রূপান্তরকে তিনি জানান, মা ও তিন সন্তান সুস্থ রয়েছে। তিনি বলেন, ‘পরপর আমার ঘরে তিনটি সন্তান ভূমিষ্ঠ হওয়ায় আমি খুব খুশি হয়েছি।’ একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়া মা সোনিয়া আক্তার বলেন, ‘আল্লাহ আমাদের ঘরে একসঙ্গে তিনটি সন্তান দান করেছেন। আমি তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’ এরই মধ্যে নবজাতক তিনজনের নামও রেখেছেন তাদের নানা মো. সেকান্দর আলী। প্রথমজনের নাম আয়েশা সিদ্দিকী, দ্বিতীয়জনের নাম রাবেয়া বসরি ও তৃতীয় সন্তানের নাম সুমাইয়া। নবজাতকদের বাবা-মা, দাদা-দাদি, নানা-নানিসহ আত্মীয়স্বজন বেজায় খুশি।
শেয়ার করুন